দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে – আইজিপি

Picsart_23-10-22_22-07-06-111.jpg

দুর্গাপূজায় নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে – আইজিপি

বিশেষ প্রতিবেদকঃ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন স্থাপন করেছে। সারাদেশে শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ উৎসবে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে একাত্মতা প্রকাশের জন্য আমরা এখানে এসেছি।

আইজিপি আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

পুলিশ প্রধান বলেন, শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বিসর্জনের মধ্য দিয়ে নিরাপদে দুর্গোৎসব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

কোন দুষ্কৃতিকারী যেন কোন সুযোগে বিশেষ করে শেষ রাতে কোন অঘটন ঘটাতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি।

পরে তিনি স্বামীবাগ রোডস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ পড়ুন।

নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনকালে আইজিপি

আরও সংবাদ পড়ুন।

হবিগঞ্জে আইজিপি- “বঙ্গবন্ধুকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যায়নি”

আরও সংবাদ পড়ুন।

দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালন করুন – আইজিপি

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে পুলিশের উপস্থিতিতে হামলা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনে পুলিশের উপস্থিতিতে আসামির ঘরে হামলা ভাংচুর;সংবাদ প্রকাশ করায় হুমকি দামকি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top