বোরহানগঞ্জ বাজারে “মেসার্স আখি স্টোর”কে বিশ হাজার টাকা জরিমানা

Picsart_23-08-28_17-20-35-831.jpg

বোরহানগঞ্জ বাজারে “মেসার্স আখি স্টোর”কে বিশ হাজার টাকা জরিমানা। পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিতরণ বন্ধে মোবাইল কোর্টে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আজ সোমবার (২৮ আগষ্ট২০২৩) পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ করার অপরাধে, বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ মধ্য বাজার এলাকায় ” মেসার্স আখি স্টোর”, প্রোঃ মোঃ আনোয়ার হোসেন-কে ২০,০০০/-টাকা (বিশ হাজার) জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা কোর্ট পরিচালনা কালিন সময়েই আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান।

আজকের মোবাইল কোর্টে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ ও বিতরণ করার অপরাধের প্রসিকিউশন উপস্থাপন করেন, পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া।

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিনের বোরহানগঞ্জ বাজারে পলিথিন রাখা ও বিক্রী করার অপরাধে জরিমানা

উল্লেখ্য যে, আগেও বোরহানগঞ্জ বাজারে অবৈধ পলিথিন শপিং ব্যাগ প্রতিরোধে মোবাইল কোর্টপরিচালনা করা হয়।

আজকের ভ্রাম্যমান আদালতে ২৪৩ কেজি (দুইশত তেতাল্লিশ) নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

আরও সংবাদ পড়ুন।

ভোলা সদরে পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিতরণ বন্ধে মোবাইল কোর্টে জরিমানা

আরও সংবাদ পড়ুন।

ভোলায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ ও আলোচনা সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top