শাহীন মাহমুদ ও তার স্ত্রী’র ভোলা সদরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ

Picsart_23-08-13_21-05-11-046.jpg

ডাঃ শাহীন মাহমুদ ও তার স্ত্রী’র ভোলা সদরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ

জেলা প্রতিনিধিঃ ভোলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেন, ভোলা সদর উপজেলা ইউএলও (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ শাহীন মাহমুদ এবং তার স্ত্রী প্রজেক্ট অফিসার নাদিরা বেগম। তাদের সার্বিক সহযোগিতা করেছে ফিল্ড সহকারী আল আমিন সহ আরও অনেকে।

ভুক্তভোগীরা সদসরা আভিযোগ করেন, ভোলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের ১১২ জন সদস্যের মাঝে বিশ হাজার টাকা করে প্রত্যের জন্য সমান বরাদ্দ আসে কিন্তু এই প্রকল্পের সদস্যদের টাকা ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট করে ব্যাংকের ম্যানেজারের সাথে লিয়াজো করে সদরের অফিসার ও তার স্ত্রী সব টাকা তুলে নিয়েছেন।
ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজার শাস্তি যোগ্য অপরাধ করেছেন। সরকারের বরাদ্দ আত্মসাৎ করা এবং সরকারের বরাদ্দ আত্মসাৎ করতে সহযোগিতা করা সরকারের আইনে দন্ডনীয় অপরাধ।

২০,০০০ টাকা প্রতিটি ঘরের মূল্য হলেও এই সংবাদ লেখার আগ পর্যন্ত একটি টাকাও পায়নি এই প্রকল্পের সদস্যরা। কিন্তু প্রত্যেক সদস্যদের কাছ থেকে চেক সই করে নিয়েছে আত্মসাৎ কারিরা। ইতোমধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পে টাকা আত্মসাৎ করেছেন এই দম্পতি। সরকারি চাকুরী বিধিমালায় যা গুরুতর শাস্তি যোগ্য অপরাধ।

ভুক্তভোগীরা সদসরা আরও আভিযোগ করেন, এই ঘটনায় ব্যাংক ম্যানেজার সরাসরি জড়িত। ব্যাংক ম্যানেজার অফিসের একজন লোক পাঠিয়েছিল চেকে সই করাতে। কিন্তু সরকারের আইনে এসব ঘর খামারিগন নিজেরা স্ট্যামিট অনুযায়ী তৈরি  করবেন এবং প্রত্যেক সদস্যরা বিশ হাজার করে টাকা পাবেন।

আরও সংবাদ পড়ুন।

ভোলা জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ এর অনিয়ম ও দূর্নীতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top