সমবায় অধিদপ্তরের পদোন্নতি কমিটির বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ – দুদকের অভিযান

Picsart_23-07-17_08-44-32-257.jpg

সমবায় অধিদপ্তরের পদোন্নতি কমিটির বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ – দুদকের অভিযান

সাগর চৌধুরীঃ সমবায় অধিদপ্তরের পদোন্নতি কমিটির বিরুদ্ধে অধিদপ্তরের নিয়োগ বিধিমালা অনুসরণ না করে পদোন্নতি প্রদানে ঘুষ নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে আজ দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়৷

অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কর্তৃক অভিযোগের বিষয়ে সমবায় অধিদপ্তরের মহাপরিচালক, পদোন্নতি কমিটির সভাপতি ও সদস্য সচিব, উপনিবন্ধক (প্রশাসন) ও যুগ্ম নিবন্ধক (প্রশাসন, মানবসম্পদ ও ফাইন্যান্স) এর বক্তব্য গ্রহণ করা হয়। অভিযোগের সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।

কিছু রেকর্ডপত্র সংগ্রহের প্রক্রিয়া চলমান থাকায় রেকর্ডপত্রসমূহ প্রাপ্তি সাপেক্ষে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

আরও সংবাদ পড়ুন।

এলজিইডি ঢাকা-এর কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অর্থ আত্নসাতের অভিযোগে – দুদকের অভিযান

আরও সংবাদ পড়ুন।

সমবায় অধিদপ্তরে ‘পঞ্চপাণ্ডব’ সিন্ডিকেট; ২০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার টার্গেট

আরও সংবাদ পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top