ঢাকা মেডিকেল কলেজে রোগীদের সেবা প্রদানে হয়রানি; সরকারি টাকা আত্মসাৎ – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের সরকারি স্টাফ ও আনসার সদস্যদের বিরুদ্ধে রোগীদের সেবা প্রদানে হয়রানি এবং প্যাথলজি পরীক্ষার টাকা সরকারি কোষাগারে জমা না দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় ঢাকা থেকে আজ ০৮ ফেব্রুয়ারী ২০২৩ একটি অভিযান পরিচালিত হয়।
এ সময় টিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অসঙ্গতি দেখতে পায়।
বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক নিয়োজিত দালালরা অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে তাদের দ্বিগুণ ও তিনগুণ দামে বাইরে পরীক্ষা করাতে বাধ্য করছে।
রোগীদের সাথে কথা বলে আরো জানা যায় হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্য, প্যাথলজি বিভাগের কিছু অসাধু কিছু নার্স স্টাফ জড়িত।
এর আগেও একাধিক অভিযোগ ছিল এখানকার কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে।
রোগীরা অভিযোগ করেন, এখানকার ডাক্তার ও কর্মকর্তাসহ স্টাফরা ঘুষ ও দূর্নীতির সাথে সরাসরি জড়িত। বছরের পর বছর অভিযোগ দিলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় না।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।
যশোর জেনারেল হাসপাতালে সাড়ে চার কোটি টাকার ক্রয়ের অনিয়ম – দুদকের অভিযান
আরও সংবাদ পড়ুন।
ডিসিদের স্বাস্থ্যসেবা ও চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ – স্বাস্থ্যমন্ত্রী’র