এবারের বই মেলায় এসেছে শাহানা সিরাজীর
“সাগর সঙ্গম”
“আজ বৃহস্পতিবার।
বৃহস্পতিবার এলেই চঞ্চল হয়ে ওঠে লঞ্চঘাট। ধলেশ্বরী – শীতলক্ষ্যা – করোতোয়া যূথবদ্ধ যাপনে অস্থির!
ও বালিকা, বিনুনি খুলে দাও, বাদামি চুল হাসুক! বন্ধন – উৎসব ডাক দেয়, গুলিস্তান বলে আসুক!
বালিকা অবরুদ্ধ, চাবি নিজেরই আঁচলে;
অনেক আগে অন্য সেট চাবী এক সর্বহারা কবি করেছে লুন্ঠন! শুনেছি সে এখন ধর্ম তলায় কবিতার শব্দ পুড়ে গাঁজা খায়_”
“একুশে বই মেলা ২০২০” – এ এসেছে শাহানা সিরাজীর “সাগর সঙ্গম” নামের একটি কবিতার বই।
“সাগর সঙ্গম” বইটি সম্পর্কে সাধারন পাঠকের মতমত নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন।
“সাগর সঙ্গম” বইটি এসেছে রিদম প্রকাশনা সংস্থা থেকে। বই মেলা ২০২০ – এ
বইটি পাওয়া যাবে, সোহরাওয়ার্দী উদ্যানে ৩৩৯/৩৪০ নাম্বার স্টলে।