বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়ম ও দূর্নীতি – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ আজ (১৬জানুয়ারী২০২৩) বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে আবাসিক প্রশিক্ষণার্থীদের নিম্নমানের খাবার সরবরাহ, হোস্টেলে বহিরাগতদের ভাড়া দেয়া, ভুয়া বিল ভাউচারে খাবারের বিল উত্তোলন, প্রশিক্ষণ কেন্দ্রের গাছ অবৈধভাবে কেটে বাহিরে বিক্রয়সহ অন্যান্য অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে টিম সদ্য তৈরিকৃত রাস্তা, প্রশিক্ষণার্থীদের হোস্টেল দর্শন করে গাছ কর্তন কিংবা বহিরাগতদের উপস্থিতি দেখতে পায়নি।
টিম হোস্টেল সুপার ও সিনিয়র ইন্সট্রাকটরের সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করে।