বোরহানউদ্দিনে হারুন মাষ্টার বাড়ি (মডেল) কমিউনিটি ক্লিনিক”টি প্রায় বন্ধ; সেবা পায় না স্থানীয়রা
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের বটতলা বাজার সংলগ্ন “হারুন মাষ্টার বাড়ি (মডেল) কমিউনিটি ক্লিনিক”টি প্রায় বন্ধ থাকে, স্থানীয়দের স্বাস্থ্যসেবা বিঘ্নিত হয়।
যদিও সরকারি আদেশে সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত অফিস টাইম কিন্তু এখানে যারা কর্মরত আছেন, সরকারের অফিস টাইম মেনে চলেন না। “হারুন মাষ্টার বাড়ি (মডেল) কমিউনিটি ক্লিনিক”টির দায়িত্বে যারা আছেন তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
অফিস টাইমে এসেও প্রতিষ্ঠানটি খোলা পাওয়া যায় না।
সরকারের বরাদ্দ দেওয়া ঔষধ আত্মসাৎ সহ বিক্রি করার আভিযোগ করেন স্থানীয়রা।
দিনের পর দিন এভাবে প্রতিষ্ঠানটির সরকারের বরাদ্দ আত্মসাৎ করা হলেও প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহন করা হয় না।
স্থানীয়রা জানান, জিয়া নামের একজন এখানে কাজ করেন। কিন্তু তিনি সরকারি অফিস চলাকালীন টাইমে আসেন না, আসলেও আধাঘন্টা বা একঘন্টা থেকে চলে যান।
এই বিষয়ে স্থানীয়রা আরও অভিযোগ করেন, ঔষধ চাইলে বলে, নেই। কিন্তু অনেকের কাছেই টাকার বিনিময়ে ঔষধ বিক্রি করছেন। মাসের অধিকাংশ সময় বন্ধ থাকলেও ঔষধ ঠিকই শেষ হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ আমলে নিয়ে, প্রতিষ্ঠানটি কেন বন্ধ থাকে এই প্রশ্নের উত্তর কি দিবেন? বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রধান।
অথবা
ভোলা জেলার সিভিল সার্জন?
আরও সংবাদ পড়ুন।