রাজউক সহকারী অথরাইজ অফিসার আলী আজম মিয়ার ৬ বছরের জেল

Picsart_22-08-25_15-42-30-963.jpg

রাজউক সহকারী অথরাইজ অফিসার আলী আজম মিয়ার ৬ বছরের জেল

সাগর চৌধুরীঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সহকারী অথরাইজ অফিসার মো. আলী আজম মিয়ার বিরুদ্ধে দুদকের দায়ের করা এক মামলায় পৃথক দুই ধারায় ৬ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাজিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাকে ৫ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অসাধু উপায়ে অর্জিত এক কোটি ৩৬ লাখ ৫৪ হাজার ৫১০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

মামলার আরেক ধারায় তাকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে। দুই ধারার সাজা একত্রে চলবে। সেক্ষেত্রে আসামিকে ৫ বছর কারাভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করেন আদালত।

জানা যায়, ২০১৭ সালের ১৩ এপ্রিল ১ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ২০২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ৫৬ লাখ ৮৭ হাজার ১১০ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের উপ-পরিচালক রাহিলা খাতুন রমনা থানায় মামলা করেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটি তদন্ত করে একই ব্যক্তি আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top