বোরহানউদ্দিনে জমি জমার নিয়ে মারামারিতে নিহত মহিন নামের এক যুবক

Picsart_22-08-22_10-20-42-206.jpg

বোরহানউদ্দিনে জমি জমার নিয়ে মারামারিতে নিহত মহিন

বোরহানউদ্দিন প্রতিবেদকঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দরুন বাজারের মহিন মীর মারা গেছেন। মহিন মীরের বাবার নাম, হাবিবুল্লাহ মীর। মহিন মীরের আপন চাচা
মোঃ শামছল মীরের সাথে জমি জমা সংক্রান্ত ব্যাপার নিয়ে
মারামারি ঘটনার সূত্রপাত ঘটে।

সেই ঘটনায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে গতকাল রাত ২টার দিকে মারা যায় মহিন (ইন্নলিল্লাহী ওয়া ইন্নলিল্লাহী রাজিউন)।

তবে, তার পরিবার বলছে পতিপক্ষের আঘাতেই মহিনের মিত্যু হয়েছে। এসময় এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে মহিনের স্বজনরা।


নিহত মহিন মীর, পিতাঃ হাবিবুল্লাহ মীর। বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাথান বাড়ি এলাকার বাসিন্দা।

বোরহানউদ্দিন থানার ওসি শাহিন ফকির বিপিএম বলেন, মারামারি ঘটনায় থানায় মামলা হয়েছে, আমরা আসামি এরেষ্ট করার তৎপরতায় আছি।

কিভাবে মৃত্যু হয়েছে? এমন প্রশ্নে, বোরহানউদ্দিন থানার ওসি বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি হয়েছে। সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তারপরও পুলিশ বসে নেই সঠিক তথ্য উদঘাটনে তৎপর আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top