অনাবিল আনন্দ আছে – শাহিনা রঞ্জু
শান্তিতে থাকুন
যেখানে শান্তি আছে
সেখানে ঈশ্বর আছেন
বিশ্রামের জন্য ব্যস্ত হলে ভাববেন
ঈশ্বর আপনাকে ডাকছেন
একটু জিরিয়ে নিন
উর্দ্ধশ্বাসে ছুটবেননা
আপনার জমানো ক্লান্তির জন্য কেউ ক্ষমা করবেনা
ফুসফুসও সংকোচন প্রসারণের মাঝখানে
একটু জিরিয়ে নেয়
আপনি ধরতে পারেননা,
শ্বাস প্রশ্বাসও জিরিয়ে নেয়
খবর নিন জিরিয়ে নিতে দিন।
প্রকৃতিতে ছড়ানো আছে ভালবাসার রেনু
কুড়িয়ে নিতে হলে তীক্ষ্ণ উপলব্ধি লাগে
সেই যে কবে কস্তুরির ঘ্রাণে মাতোয়ারা হয়ে
হরিণের পিছনে ছুটে চলেছি
সেকথা মনে নেই
শুধু মনে আছে কলাবতীর গাঢ় রাঙা বরণ
একমনে দেখতে দেখতে দেখি
লালরঙ কথা বলছে
সে বলছে সে তীব্রভাবে বেঁচে আছে
তার স্বল্পায়ুর ভাবনা তাকে ক্লান্ত করেনা কখনো
সে কখনো কতৃত্ব দেখায়নি
বরং দিনে দিনে সে কার্যকরী হয়ে উঠছে
তার এই রঙ অন্যরকম
এজন্য তার এক অনাবিল আনন্দ আছে।
শাহিনা রঞ্জু
কবি ও সরকারী চাকুরীজীবি
২৪/৭/২০২২