দাদুপাখি – শাহানা সিরাজী

Picsart_22-06-09_08-39-09-805.jpg

দাদুপাখি – শাহানা সিরাজী

ফুলকুঁড়ি গো ফুল হয়ে যাও
ছড়াও তোমার ঘ্রাণ
তোমার ভেতর ঘুমিয়ে আছে
দাদুপাখির প্রাণ

গোলাপ তুমি? জুঁই চামেলী?
নয় তো দাদুর মতো
তুমি কেবল বন-বাদাড়ের
একটু মায়ার ক্ষত!

আমার দাদুন কোটিতারা
মিটিমিটি হাসে
তারই সাথে চম্পা-বেলি
থাকে আশে পাশে

ফুল ঝুরঝুর ফুল ঝুরঝুর
দক্ষিণ হাওয়া নাচে
তাথৈ তাথৈ দাদুপাখি
দাদুর পাছে পাছে…


শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর (সাধারণ) পিটিআই, মুন্সিগঞ্জ।
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top