জোঁক – শাহানা সিরাজী
গলাপানিতে নেমে দেখি কোমর পেঁচানো জোঁক!
ধীরে ধীরে শুষে নিচ্ছে রক্তের কনিকা।
ধীরে ধীরে হয়ে পড়লাম ফ্যাকাশে।
পাটের গোড়ায় পৌঁছানোর আগেই ঢলে পড়লাম কালোজলে!
সাঁতার জানতাম জানি
কিন্তু সাঁতার দিতে পারলাম না!
অনুভব করছি তলিয়ে যাচ্ছি
অনুভব করছি নাকে মুখে জলের প্রবেশ
অনুভব করছি জোঁক সরে যাচ্ছে
ততোক্ষণে ভেসে উঠলো আমার লাশ!
লোকে আমায় নাম ধরে ডাকছে
লোকে আমার নানুর দেয়া নামে ডাকছে
লোকে আমার মামার দেয়া নামে ডাকছে
শুনতে পাই জবাব দিতে পারি না
শুনতে পাই ঘুরে দাঁড়াতে পারি না
লাশের কোন অনুভূতি নেই!
এখনো নাকি হেঁটে বেড়াই
প্রাত্যহিক কর্ম সম্পাদন করি
রক্তশূন্য দেহের অসাড়তা ক্রমশ বাত ব্যথার মতো ঝেঁকে বসে!
দুনিয়া চাউর হয়ে যায়
আমি নাকি ঘুরে দাঁড়ানোর জন্য প্রাণপণ যুদ্ধ করছি
পাথুরে একটি হাত আমাকে নাকি ইশারা করছে
আমি দেখি অন্ধকার
থোকা থোকা যন্ত্রণা
খসেপড়া তারার অবশিষ্টাংশ…
তুমি কী তা বোঝো?
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর সাধারণ
পিটিআই মুন্সীগঞ্জ
কবি প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।