পক্ষিয়া ইউনিয়নে জমি দখল করে ঘর তৈরীর অভিযোগ
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় আবুল কাশেম ফরাজী ঘর তোলার অভিযোগ করেন।
তিনি বলেন, এই ভূমির তফছিল ৪ মৌজা- উদয়পুর, এস.এ খতিয়ান নং- ১৩, দাগ নং ৭১৩, বি.এস খতিয়ান নং- ২২৩, দাগ নং- ৩২১২, জমির পরিমাণ- ১২ শতাংশ।
রেকর্ড পত্রের বিবরণঃ উদয়পুর মৌজার সি.এস ৭৬নং খতিয়ানে জবেদা খাতুন ওয়ারিশ সূত্রে মালিক বিগত ০৮/০৪/৫২খ্রিঃ তারিখের ৯৭৯নং রেজিস্ট্রি পাট্টা দলিলমূলে মহাম্মদ হাসেম, পিতা- মতিয়ার রহমান ফরাজী ও সামছল হক ফরাজী, পিতা- মৃত দুদু মিয়া ফরাজী এদের নিকট তুল্যাংশে ২৬ শতাংশ জমি বন্দোবস্ত দেন। প্রোক্ত দাতা জবেদা খাতুন পাট্টা সম্পাদনের পর থেকে গ্রহীতাগণকে এস.এ ৭১৩নং দাগের জমিতে দখল বুঝিয়ে দিয়েছন। এস.এ জরীপ চলাকালে এস.এ ১৩নং খতিয়ানে আঃ হাসিমের নামে ২৩/১০ তিল অংশ আলী আহাম্মদ গ্রুপে এজমালীতে রেকর্ড হয় এবং ৭১৩নং দাগের ৩০ শতাংশ জমি আনা মিয়া ও সামছল হক, পিতা- দুদু মিয়া ফরাজী এদের নামে ভিন্ন গ্রুপে এস.এ ১৩নং খতিয়ানে রেকর্ড হয়।
৭১৩নং দাগে আবদুল হাসিমের নামে দখল নোট না হলেও আবদুল হাসিম ১৯৫২ সন থেকে উক্ত জমি ভোগদখলে থাকেন। পরবর্তীতে আবদুল হাসিম মৃত্যুবরণ করলে তার পুত্র মোঃ আবুল কাশেম ফরাজী এর নামে এস.এ ৭১৩ দাগ তথা বি.এস ৩২১২নং দাগে ১২ শতাংশ জমি বি.এস ২২৩নং খতিয়ানে রেকর্ড হয়।
সেই মোতাবেক বি.এস ২২৩নং খতিয়ানেরদ ৩২১২নং দাগের রেকর্ডীয় মালিক আবুল কাশেম ফরাজী বিগত ২৪/০৪/২০১৮ইং তারিখের ১৫১৩নং ছাফ কবলা দলিলে মোঃ নুর উদ্দিন ফরাজী এর নিকট সম্যক ১২ শতাংশ জমি বিক্রি করে বি.এস ৩২১২নং দাগে ভোগ দখল করেন।
বর্তমানে বি.এস ২২৩নং খতিয়ানের রেকর্ডীয় মালিক আবুল কাশেম ফরাজী এর নাম কর্তন করে ১৭২৫বি.এন/২০২০-২০২১নং নামজারী মূলে ২৪/০৪/২০১৮ তারিখের ১৫১৩নং দলিল মূলে নামজারী করে মোঃ নুর উদ্দিন ফরাজী এর নামে ৮৪৩নং একটি পৃথক খতিয়ান খোলেন।
নুর উদ্দিন ফরাজী বলেন, জমি দখল করে ঘর তোলে বিরোধী পক্ষ। বোরহানউদ্দিন থানায় অভিযোগ করেছেন।