সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে
দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান
সাগর চৌধুরীঃ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের বিরুদ্ধে বাঁধ মেরামতের নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও ভুয়া ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে নিজেদের লোক দিয়ে কাজ করানোর অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষের নেতৃত্বে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
আজ দুদক টিম উক্ত দপ্তর ও প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরিদর্শন কালে অভিযোগ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার ও অভিযোগ কারীর সাথে কথা বলে এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে। পরিশর্দনের সময় কিছু কাজ অসম্পূর্ণ থাকার প্রমাণ পেয়েছে দুদক টিম। কাজের মান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা প্রয়োজন বিধায় এ প্রসঙ্গে সুপারিশ সহ বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে সংশ্লিষ্ট এনফোর্সমেন্ট টিম।