পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট
আদালত প্রতিবেদকঃ মাদক মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বরকত-রুবেলসহ ১০ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ
সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতে চার্জশিট দাখিল করা হয়।
চার্জশিটে নাম থাকা বাকি দুজন হলেন- আশরাফুল ইসলাম দীপু ও কবির।
সোমবার বাংলাদেশ জার্নালকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আজাদ রহমান।
তিনি বলেন, আজ সিআইডির কাছে শুধু মাদকের মামলা ছিলো। সেই মামলার চার্জশিট ঢাকা মহানগর হাকিম আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।
এ বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছে কিনা এখনো তার জানা নেই। আগামী ১০ অক্টোবর এই মামলার শুনানির জন্য দিন ঠিক রয়েছে। অভিযোগপত্র দেয়া হলে সেদিন পরীমনির জামিন চেয়ে আবেদন করা হবে।
গত ৪ আগস্ট বনানীর বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিভিন্ন মাদকসহ পরীমনি ও আশরাফুল ইসলামকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাব পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় মামলা করে। পরীমনির বাসা থেকে ১৯ বোতল বিদেশি মদ, ৪ গ্রাম আইস উদ্ধার হয় বলে র্যাব মামলায় উল্লেখ করে।
আটকের পর পরীমনিকে তিনবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গ্রেপ্তারের ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।