সহযোগী অধ্যাপক হলেন ১ হাজার ৮৪ জন

PicsArt_06-30-08.38.11.jpg

সহযোগী অধ্যাপক হলেন ১ হাজার ৮৪ জন

শিক্ষা প্রতিবেদকঃ শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৪ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।

সহযোগী ও সহকারী অধ্যাপক পদে প্রায় তিন বছর ধরে পদোন্নতি বন্ধ ছিল।

পদোন্নতি পাওয়া শিক্ষকদের মধ্যে অর্থনীতি বিষয়ের ৭৩ জন, আরবির ৩ জন, আরবি ও ইসলামি শিক্ষা বিষয়ের ২ জন, ইসলাম শিক্ষার ৭ জন, ইসলাম শিক্ষা ও সংস্কৃতি বিষয়ের ৬৭ জন, ইংরেজির ৭৭ জন, ইতিহাস বিষয়ের ৬২ জন, উদ্ভিদবিদ্যা ৬৮ জন, কৃষি বিজ্ঞানের ৬ জন, গার্হস্থ্য অর্থনীতির ৬ জন, গণিতের ৬৫ জন, দর্শনের ৬৮ জন, পদার্থবিদ্যার ৮২ জন, পরিসংখ্যানের ৭ জন, প্রাণিবিদ্যার ৫৫ জন, বাংলার ৫৫ জন, ব্যবস্থাপনার ৭৩ জন, ভূগোলের ১৮ জন, মনোবিজ্ঞানের ৮ জন, রসায়নের ৭৬ জন, রাষ্ট্রবিজ্ঞানের ৮১ জন, সমাজকল্যাণের ২৭ জন, সমাজ বিজ্ঞানের ১১ জন, সংস্কৃত বিষয়ের ২ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের ১ জন এবং হিসাববিজ্ঞানের ৬৫ জন।

এছাড়া টিচার ট্রেনিং কলেজের (টিটিসি) ইসলামি আদর্শ বিষয়ের ১ জন, ইংরেজির ২ জন, ইতিহাস বিষয়ের ২ জন, গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বিষয়ের ৪ জন, গার্হস্থ-বিজ্ঞানের ১ জন, গণিতের ২ জন, প্রফেশনাল ইথিক্স বিষয়ের ১ জন, বাংলা বিষয়ের ১ জন, ভূগোলের ২ জন, রাষ্ট্রবিজ্ঞানের ২ জন, বিজ্ঞান বিষয়ের ১ জন এবং শিক্ষা বিষয়ের ৫ জন সহকারী অধ্যাপককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া এসব শিক্ষককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করে আগের পদে দায়িত্ব পালন করবেন। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বর্তমানে মোট পদ আছে প্রায় সাড়ে ১৫ হাজার। এর মধ্যে কর্মরত আছেন ১৩ হাজারের কিছু বেশি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top