৩ লাখ টাকা করে পাচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

PicsArt_04-07-09.22.48.jpg

৩ লাখ টাকা করে পাচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বিশেষ রিপোর্টঃ করোনা সংক্রমণের এ আপদকালে দেশব্যাপী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের ৪৮৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তিন লাখ করে দিচ্ছে সরকার। এ জন্য ১৪ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দও দেওয়া হয়েছে।

রোববার (১১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের সচিবালয় অংশের সঙ্গনিরোধক ব্যয়খাত থেকে আপদকালে ঢাকাসহ দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৪৮৩টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে তিন লাখ করে মোট ১৪ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এই টাকা কোভিড-১৯ আক্রান্ত রোগীদের ব্যবস্থাপনায় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি (লজিস্টিক সাপোর্ট), করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের পথ্য, ওষুধ সামগ্রী, গজ, ব্যান্ডেজ ও তুলা, কেমিকেল-রি-এজেন্ট (এক্সরে ফিল্ম, ইসিজি পেপারসহ), অক্সিজেন ও অন্যান্য গ্যাস সরবরাহ এবং ক্রয়সহ ইত্যাদি কাজে ব্যবহৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top