আমাতে তুমি – শাহানা সিরাজী
আমাতে তোমার
নান্দনিক বাস
যতোই খেলো তাস
জানি হবেই এবার সর্বোনাশ!
চিরজাগ্রত ফাগুন ডালে
বেদনার মহাকালে
দুঃখ যেন সুখ
নতুন হাওয়ার পালে!
সুখের অমৃত বাগানে
করি স্বতন্ত্র চাষ
নানান ফুলের বাস
উন্মাদ হোক নীলাকাশ!
লিখে যাও আদি অক্ষরে
পুরাতন ছাপ
জলে তার ভাঁপ
রেখে যাও ভাঙা নদীর তীরে
বুক পেতে পথ করি নির্মাণ
জ্বলে অনির্বাণ
হও আগুয়ান
বাসনায় সিদ্ধ অতুল জোয়ান
প্রেম দুঃসহ বেদন
পোড়ে-পোড়ায়
ভালোবাসা চিরসুন্দর -স্নিগ্ধাবেশ
বাঁচার সাধ বাড়ায়-
আমাতে তুমি টাপুরটুপুর
টইটম্বুর
আমি যেন হিজল-তমাল
ছায়া সুনিবিড়…
যতোবার কাছে আসো
ততোবার মরি,
ততোবারই জাগি
নতুন পৃথিবী দেখি….
শাহানা সিরাজী
ইন্সট্রাক্টর(সাধারণ)
পিটিআই মুন্সীগঞ্জ
কবি, প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।