রাজধানীতে ৪৮ ঘণ্টায় আলটিমেটাম,৭ কলেজ শিক্ষার্থীদের অনশন স্থগিত

ad-du.jpg

ঢাকা বিশ্ববিদ্যালয়

রাজধানীতে ৪৮ ঘণ্টায় আলটিমেটাম,৭ কলেজ শিক্ষার্থীদের অনশন স্থগিত

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন বিষয় পর্যন্ত ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে, এমন আশ্বাসের ভিত্তিতে আমরণ অনশন স্থগিত করলো সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার রাত ১০টায় সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকারের এমন আশ্বাস দিয়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার জানান, দুই দিনের মধ্যে তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ২৭ তারিখের মধ্যে সিদ্ধান্ত না জানালে ২৮ তারিখে আবারও আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (২৪ জানুয়ারি ) বেলা ১১ টায় কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে তিন বিষয়ে প্রমোশনের দাবিতে আমরণ অনশন করছেন সাত কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এসময় সাত কলেজের অন্তত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।অসুস্থ হয়ে পড়া সাত কলেজের শিক্ষার্থীরা হলেন- সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা।তাদের সবাইকে আন্দোলনস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top