ভোলার কৃতি সন্তান এম এ সবুর সওজ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী
বিশেষ প্রতিবেদকঃ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের সদস্য অতিরিক্ত প্রকৌশলী মো. আবদুস সবুর।
প্রধান প্রকৌশলী হিসেবে তাকে চলতি দায়িত্ব দিয়ে সোমবার (৪ জানুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মো. আবদুস সবুর এর আগে ঢাকা সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ছিলেন। তিনি সর্বশেষ ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন।
মো. আবদুস সবুর ১৯৮৬ সালে সড়ক ও জনপথ অধিদপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। এরপর তিনি সওজের মাঠ পর্যায়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি ভোলা জেলায় জন্মগ্রহণ করেন। ব্যাক্তিজীবনে তিনি বিবাহিত।