“জাতির পিতার সন্মান
রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মুন্সীগঞ্জে সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
সেতু ইসলাম, মুন্সীগঞ্জঃ ‘বঙ্গবন্ধুর সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশে শতঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিল লক্ষ্যণীয়।
আয়োজনটিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগম। জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন
পুলিশ সুপার আব্দুল মোমেনজেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল) মো. জাকির হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হাই তালুকদার,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুভাস চন্দ্র হীরা,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহ আলম, গণপূর্ত অধিদফতরের নির্বাহী মো. রাশেদ আহসান, জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল হাসান প্রমুখ।
স্বাগত ভাষণ দেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এসএম শফিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীপক কুমার রায়।
সভায় ধর্মান্ধদের কড়া সমালোচনা করা হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে বঙ্গবন্ধুর চেতনাকে দাবিয়ে রাখা যাবে না। তারা আইন চরম লংঘন করেছে।