ঘরের ভেতর অন্ধকার – নেয়ামত উল্যাহ
ঘরের ভেতর অন্ধকার
বাইরে ঝরে বৃষ্টি
ঘরের ভেতর অসহ্য গরম
বাইরে দারুণ মিষ্টি।
ঘরের ভেতর ভাললাগেনা
বাইরে গেলে মশা।
ঠান্ডা হাওয়া ভালোই লাগে
ভোগে দুর্দশা।
একটু বাতাস বিদ্যুৎ হাওয়া
খুজতে লাগে চেরাগ
গাছের পাতা ঝরলে বিদ্যুত
কথায় কথায় বিরাগ।
নেয়ামত উল্যাহ
প্রথম আলো, ভোলা জেলা প্রতিনিধি
কবি ও লেখক।