দাবা খেলাকে জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় – আইজিপি ড. বেনজীর আহমেদ

PicsArt_07-09-08.58.56.jpg

দাবা খেলাকে জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় – আইজিপি ড. বেনজীর আহমেদ

বিশেষ প্রতিবেদকঃ দাবা খেলাকে ক্রিকেট ও ফুটবলের পর তৃতীয় জনপ্রিয় খেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান চেস কাউন্সিল এর প্রেসিডেন্ট ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

তিনি বুধবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন।

আইজিপি দাবাকে জনপ্রিয় কারার লক্ষ্যে সকলে মিলে এক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি দাবা খেলার উন্নয়নে ন্যাশনাল কোচ এবং প্রয়োজনে বিদেশী কোচ নিয়োগের ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় স্কুল দাবা প্রোগ্রাম, দাবা খেলায় নারীদের অংশগ্রহণ, নতুন দাবা খেলোয়ার তৈরি করি, প্রতিবন্ধী দাবা টুর্ণামেন্ট ও অনলাইন দাবা টুর্ণামেন্ট আয়োজন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সভায় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top