একদিন পাখি হয়ে উড়বো বলেই – সাগর চৌধুরী
একদিন পাখি হয়ে উড়বো বলেই;
বাজার থেকে কিনেছিলাম পাখা।
তারপর উড়ার জন্য কত অধ্যাবাসায়!
দিন রাত কত তপস্যা…
যাদু কর একদিন বললো,
শোন;রোজ রোজ শেখাতে পারবো না।
একবার শিখিয়ে দিলেই মনে রাখবে!
কি ভাবে পাহারের ভাঁজে পা ফেলতে হবে।
রসি দিয়ে ঝুলানো তোমাকে শেখানো হয়েছে
লম্বা রসি নিয়ে কিভাবে লটকে থাকতে হয়।
সেই যাদু করের কথায় একা একাই উঠে পড়ি
হিমালয়ের চুড়ায়।
সাতরিয়ে পাড়ি দেই সাত সাগর
একা একাই হেটে পাড়ি দেই তপ্ত মরুভূমি
অবশেষে ফিরে আসি, যাদুকরের সাথে চুক্তি শেষ।
এবারে সে বিদায় নেয়।
একবার ভাবি উড়তে শেখার জন্য অন্য যাদুকরের সাথে আবার চুক্তি করি কিন্তু মনটা একটু শিখতে চায়।
শাওয়ার নেবার পরে পানি কিভাবে চিবুক বেয়ে গড়িয়ে পরে।
জলের তেষ্ঠা পেলে কিভাবে মানুষ ছুটে যায় জলের কাছে।
অবশেষে দেখি, দুচোখ ভরে দেখি
কেউ পাখি হয়,
কেউ হয় ডানা!
আমার কেবল উড়তে শুধু মানা।
সাগর চৌধুরী
সংবাদ প্রযোজক।
গীতিকার
বাংলাদেশ টেলিভিশন
বাংলাদেশ বেতার।
কবিতাটি ২০১৩ সালের ১৮জানুয়ারী মাসে লেখা।
আজ থেকে দশ বছর আগের।