সব নারীই মা – শাহানা সিরাজী
মা দিবসে রাত ১২.০১ মিনিটে যখন আমার ছেলেরা আমাকে শুভেচ্ছে দিচ্ছিলো অনলাইনে গ্রুপকলে আমার বোন ভাই সবাই ছিলো। তারা এক যোগে প্রতিবাদ করলো, একদিন শুধু মায়ের জন্য কেন? মা তো প্রতিদিনই-
মা প্রতিদিন প্রতিক্ষণ এটা যেমন সঠিক তেমনি এই কর্ম ব্যস্ত জীবনে মায়ের জন্য একদন্ড সময় বের করে আড্ডা দেয়া, গল্প করা, মায়ের গায়ের সাথে লেগে সময় কাটানো যেন হয়েই ওঠে না।
তাই একদিন যদি আলাদা মায়ের জন্য বরাদ্দ থাকে তাহলে জমে উঠতে পারে নাগরিক-ওল্ডহোম। যেখানে মায়েরা বাবারা একা একা শূন্যচোখে তাকিয়ে থাকে কখন কবে তার সন্তান আসবে তাকে দেখতে!
কবে দেখা হবে সন্তানের সাথে নাতী-নাতনীর সাথে? মন্দের ভালো, নয় কী?
নারী মাত্রই মা। নারী যখন বোন তখন আদরের, যখন কন্যা পরম মমতার, যখন মা রহমত যখন স্ত্রী তখন নেয়ামত। এই নেয়ামত চরিত্রটি রহমত চরিত্রকে সহ্য করে না। ননদ জা চরিত্রটি সগোত্রীয়দের সহ্য করে না।
পরস্পর বিরোধী চরিত্র। এ কারণেই নেমে আসে সংসারে, দাম্পত্য জীবনে নানাবিধ কলহ যা আমাদের মা চরিত্রটিকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখে।
সমাজের গভীরে এক বিদগ্ধ চিত্র গুমড়ে গুমড়ে কাঁদছে। এখানে অর্থ-বিত্তহীন অসহায় পিতামাতা সন্তানদের কাছে তুচ্ছের চেয়েও তুচ্ছ।
অথচ একদিন পৌষের শীত, গ্রীষ্মের খরা বর্ষার জলে বুক পেতে এ সন্তানকে আগলে রেখে মা বিনিদ্র রাত যাপন করেছেন।
সে মাকে ম্যাজিস্ট্রেট ছেলে স্টেশনে ফেলে যায়, কেন? আরেক নারীকে সুখী করতে। সেই মাকে যাচ্ছে তাই ভাষায় গালি দেয়, কেন? আর এক নারীকে সুখী করার জন্য। জগতের সকল নারীই মা। অথচ এক মা আরেক মায়ের কষ্ট অনুভব করে না!
নিশ্চয়ই সবাই সুখী হবে কিন্তু মা বাবা কে বাদ দিয়ে নয়।
ভালোবাসা দিবস না ভুললেও সন্তান কিন্তু এই দিবসটিও ভুলে যায়!
আজ মা দিবসে পৃথিবীর সকল মাকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। সকল সন্তানের জন্য শুভ কামনা, তোমরা যেন তোমাদের পিতামাতাকে কষ্ট দিও না।
শাহানা সিরাজী
কবি লেখক ও প্রশিক্ষক