কুড়িগ্রামে ৬২ বস্তা সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ২
জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে ভিজিডির চাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে চিলমারী থেকে একজনকে গ্রেফতার করেছে উপজেলা প্রশাসন। অপরজনকে উলিপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চিলমারী উপজেলার ডাওয়াইটারি বুদ্ধির গ্রামের সামছুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৬২ বস্তা চাল উদ্ধার করা হয়।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ডব্লিউ এম রায়হান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
অপরদিকে, উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন থেকে সরকারি চালসহ মঈফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পশ্চিম মাথা থেতরাই বাজার থেকে ত্রাণের ৮৭ কেজি চালসহ মঈফুলকে গ্রেফতার করা হয়।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে ত্রাণের চালসহ ওই ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে। ট্যাগ অফিসার বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন।