মাননীয় সংসদ সদস্য, আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি ভোলা-2) এর হাতে ক্রেস্ট গ্রহন করছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃঞ্চ রায় চৌধুরী। উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলার সম্মানিত চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাসেল আহম্মেদ মিয়া।
সাগর চৌধুরীঃ সরকারী আব্দুল জাব্বার কলেজ মাঠে মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন আয়োজিত আনুষ্ঠানে ক্রেস্ট গ্রহন করছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন কৃঞ্চ রায় চৌধুরী। রতন কৃঞ্চ রায় চৌধুরী বোরহানউদ্দিন থানায় যোগদানের পৃর্বে সফলতার সঙ্গে দায়িত্বপূর্ন সরকারী কাজে নিয়োজিত ছিলেন। জাতী সংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে অর্জন করেছেন শান্তিরক্ষা পদক। বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি রক্ষায় সততা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। শুক্রবার সকালে মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত এক আড়ম্বরপৃর্ন অনুষ্ঠানে তাকে এই ক্রেস্ট দেওয়া হয়। রতন কৃঞ্চ রায় চৌধুরীর ক্রেস্ট পাওয়া প্রসঙ্গে বলেন, এটা বাংলাদেশ পুলিশ বাহিনীর গৌরব। আমি বাহিনীর সকল সদস্যকে এই গৌরবের অংশীদার মনে করি। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরস্কার যে কারো জন্য আনন্দের, আমিও আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি)। সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ কুদদূস। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলিগের সভাপতি জসিম উদ্দিন হায়দার সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকেরা।
Post Views: 225