যোগাযোগ
শাহিনা খাতুন
কে কার প্রাপ্য বুঝে নেয়
ভুল আর শুদ্ধের মাঝে
ফারাক তিল পরিমাণ
সত্য আর মিথ্যার মাঝে
ফারাক চুল পরিমাণ
নিজেকে মূল্যবান ভেবে ভুলের বোঝা
বাড়িয়ে চলাই কাজ আমাদের
যোগাযোগের এই স্বপ্নিল যুগে
সত্য হারিয়ে গেছে কোথায় যেন
অভিনব আবিষ্কারে সত্যেরে
হারিয়ে দেওয়া যায়
আমার অনেক বন্ধু ছিলো
আমার অনেক বন্ধু আছে
হয়তো অনেক বন্ধু থাকবেও অনেকদিন
তবুও সারাদিন ডেস্কটপ ল্যাপটপ
ফেইসবুক মেসেঞ্জার লেগে আছে নিরন্তর
ভালবাসাবাসি আছে খুব
যতটা সত্য আছে
তার চেয়ে বেশী আছে প্রকাশের বাড়াবাড়ি
সত্য আর মিথ্যের মিশেলে
রয়ে যায় আত্মপ্রচার
কোটি কোটি মানুষের প্রত্যহ আত্মপরিচয়
প্রতিদিন মরে যায়
প্রতিদিন বেঁচে থাকে
আকাশে স্বপ্নের ভীড়
আর স্বপ্নঘোর আমার হ্রদয়
এত এত যোগাযোগের ভিড়ে
তোমায় খুঁজে ফিরি সারাক্ষণ
তুমি নেই তুমি থাকবেনা কোনাদিন
জেনেও এ তালাশে থাকি।