ক্ষমাসুন্দর : ১৯৭।
রবিশঙ্কর মৈত্রী
ভালোবাসা আজ ক্লান্ত বিষণ্ণ অপমানিত;
মহত্ত্বও এখন সন্দেহবিদ্ধ
মাতৃসেবা নিতেও অপ্রস্তুত
মৃত্যুপথ যাত্রীদল।
সত্যের বিরুদ্ধে মিথ্যার নালিশে
বিভ্রান্ত দ্বিধাবিভক্ত বিচারসভা
পলায়নপর সততা-সকল
সম্পর্কগুলো মাথা ঠুকছে দরজায় চৌকাঠে।