পাতার রঙ বদলানো দেখবো বলে
শাহিনা খাতুন
পাতার রঙ বদলানো দেখেবো বলে
প্রতিদিন অফিস যাবার কালে
বাগানের গাছগুলোকে একবার দেখে নিতাম
রাজবাড়ীর হলুদ রঙের রংগনে
চোখ পড়েছে আরও আগে
ঐ হলুদ রঙ আমার চোখে লেগে আছে এখনো
আমি চোখ বুঝে সে রঙ দেখতে পাই
কাঞ্চন ফুলের বাহার দেখেছো?
আমি স্তম্ভিত সে গাছের রঙ দেখে!
আর সেদিন চিনাডাংগার বিলের পদ্ম দেখেছি
পদ্মপাতার উপর ব্যাঙ আর শুয়োপোকার খেলা
টলটলে জল আর ফড়িং এর কাব্য
দারুন ছন্দময়
মনে হলো কি যেন খুঁজছে
স্বচ্ছ জলের বিন্দু স্ফটিকের মত
দিনগুলো বয়ে বয়ে যায়
বহতা নদীর মত
কাবেরী নদীর জল দেখেছো?
হাজার বছর ধরে নদী বয়ে যায়
দুই হাজার ষোল দুই হাজার সতেরো
দুই হাজার আঠারো
এইতো সেদিন নতুন পাতা ধরেছে
আঙিনার আম গাছে
পৃথিবীর বয়স বেড়েই চলে
অথচ আমি সেই ছোট্ট শিশুই রয়ে গেলাম
পাতার রঙ বদলানো দেখবো বলে
আমি শিশুই রয়ে গেছি।