তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর লেখা “পুজা”।

PicsArt_09-16-10.10.09.jpg

পূজা
মোঃ আঃ কুদদূস

করি আরতি, করি মিনতি, মাগো তোমার পায়
তুমি সারথি, জীবন সাথী, ক্ষমা করো আমায়
স্বর্গ হতে, এ ধরনীতে, এসেছো প্রতি গাঁয়ে
যতন করে, এ মন্দিরে, ডাকি ভালোবাসায়।

তুমি আলেয়া, তুমি মায়াবী, আমি খুঁজি তোমায়
আঁধার কেটে, জ্বালাও আলো, সুন্দর ধরায়
তোমাকে পেয়ে জীর্ণ প্রাণে উঠিয়াছে জোয়ার
বছর ঘুরে এ মন্দিরে আবার এলো মায়।

মাগো তোমার, মায়া- মমতা, এই প্রাণের সুর
তুমি এসেছো, তাড়াতে সব, জগতের অসুর
আমার পথ মুক্ত করো হতে শত আপদ
নিরাপদে চালাতে শিখাও এই জীবনের রথ।

আঁধারে তুমি, আলো আমার- দেবী ভালোবাসার,
মুখ দেখিয়া কাটিয়া যায় শত ব্যথা আমার
বছর পরে আসিয়াছে মা, নিয়ে নব স্বপন
মাগো আমার, পূর্ণ করো – প্রাণ শত মায়ায়।

২০ সেপ্টেম্বর ২০১৮
মাত্রাবৃত্ত ছন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top