সংকেত
মোঃ আঃ কুদদূস
সকাল, সকাল থাকে না সারাক্ষণ
জীবনের প্রবাহে ফুরায় যৌবন
সন্ধ্যা, সন্ধ্যা থাকে না বহু ক্ষণ
সময়ের প্রবাহে শেষ হয় জীবন।
দুপুর শেষে আসে শান্ত বিকাল
যৌবনের পর হয় শ্রান্ত বৃদ্ধকাল
ভোরের আলো দূর করে অন্ধকার
জন্ম দেখায় সম্ভাবনা অপার।
গোধূলির পর কখনো হয় অাঁধার
শিক্ষা হলো জীবনের বাতিঘর
কখনো সন্ধ্যারাগের পর আলো
ভালোবাসা থাকলে সব হয় ভালো।
দিন, দিন থাকে না নেমে আসে নিশীথ
জীবনের প্রান্তে হয় আশি-পীড়িত
রাত, রাত থাকে না আসে আলো জ্বলমল
দুঃখ কেটে যায় সুখে সব টলমল।
রাত-দিন একের পর এক আসে সদা
জীবনের পর মৃত্যু আসে একদা
রাত-দিন সব আলো আঁধারির খেলা
সময়ের টানে ভাঙে রঙিন মেলা।
গ্রীষ্মের রোদ ঝড়ায় শুধু ঘাম টপটপ
শ্রমহীন কর্ম বাড়ায় ক্ষুধার প্রকোপ
শীতের বাতাস বহায় ঠাণ্ডা কনকন
পূন্য মুক্তি দেয়, কহে গুরুজন।
দিন-রাত, জীবন-মরণ, এক সূতায় বান্ধা
কী লাভ করে সব কুটকৌশল-ধান্ধা!
১৮ আগস্ট ২০১৮, ঢাকা
স্বরবৃত্ত ছন্দ।