তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদ্ দূস এর কবিতা “স্বদেশ”

PicsArt_05-06-12.36.56.jpg

স্বদেশ
মোঃ আঃ কুদদূস

আমাদের প্রিয় দেশ মমতায় ভরা
রোদ বৃষ্টি ঝড় হয়, কখনো বা খরা
মাতা পিতা ভাই বোন একসাথে থাকি
বিপদ আপদ হলে সকলকে ডাকি।

গাছে গাছে ফুল ফল, মৌমাছির বাসা
দিনে সূর্য রাতে চাঁদ, দোলা দেয় আশা
পথে পথে ঘাসফুল, চোখে মুখে সুখ
পাকা আম খেতে মজা, মিষ্টি করে মুখ।

কাল বৈশাখীর ঝড়ে, বাড়ি ঘর ভাঙে
নতুন পানিতে ডাকাডাকি করে ব্যাঙে
আনারস লিচু জাম, পাকে রৌদ্র তাপে
নাইওরী আসছে ঐ দেখে খুশি বাপে।

মেঘ ডাকে গুড়গুড়, বাধ ভাঙা বৃষ্টি
কবি লেখে ছড়াগান, কী অপূর্ব সৃষ্টি!
সকালের রবি উঠে থালার মতন
ছবি তুলে রাখি তার করিয়া যতন।

সাগর-পাহাড় আছে, আছে নদনদী
খাল বিল নদী নালা বইছে নিরবধি
দিগন্ত জুড়ে ফসল, সবুজ শ্যামল
কৃষকের মন প্রাণ সরল কোমল।

এই মোদের স্বদেশ, যেন আঁকা ছবি
পদ্য গদ্য গান পালা, রচে কত কবি
ধর্ম কর্ম শিল্প ক্রীড়া, সব কিছু চলে
এগিয়ে যাচ্ছে সমুখে, ভালোবাসি বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top