তোফায়েল আহমেদ বলেন, ’বেইমানরা কখনো জিতে না। যারা আওয়ামীলিগের সাথে বেইমানী করেছে তাদের কি অবস্থা তা অাপনারা দেখতে পাচ্ছেন।’
বাণিজ্যমন্ত্রী বলেছেন, অতীতের মত ভোটের বাক্স কাড়াকাড়ি করে নির্বাচনের দিন শেষ হয়ে গেছে। আগামী নির্বাচন হবে অবাধ এবং নিরপেক্ষ। বর্তমান ক্ষমতাসীন দলের অধিনে। প্রধনমন্ত্রী থাকবেন শেখ হাসিনা। পৃথিবীর সব দেশেই এ রকম নিয়ম। যারা বলে তত্ত্বধায়ক সরকার চাই, সহায়ক সরকার চাই। তাদের এই স্বপ্ন কখনো পূরণ হবে না। এই সরকারের অধিনেই নির্বাচন হবে। আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।’
বুধবার বিকালে ভোলার বাংলাস্কুল মাঠে ভোলা পৌর আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
ভোলা পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, ভোলার পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন।
উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলিগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লব ও স্থানীয় নেতারা।