ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্ধের সাথে আলী আজম মুকুল এমপি।
ভোলা বোরহানউদ্দিন থেকে সাগর চৌধুরীঃ ডিজিটাল বাংলাদেশ গড়তে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ লক্ষপুরন করতে অনলাইন গনমাধ্যমের ভূমিকা অপরিসিম। আপনারা যারা অনলাইন গনমাধ্যমে কাজ করেন তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আপনারা সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন। আমি নিজেও অনলাইন সংবাদ পাঠক। আপনাদের সকল কাজে সাহায্যও সহযোগীতা করব। আজ বোরহানউদ্দিনে নিজ বাস ভবনে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্ধের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন বোরহানউদ্দিন ও দৌলতখানের মাটিও মানুষের নেতা, আলী আজম মুকুল এমপি ভোলা-২।
সভায় উপস্থিত ছিলেন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাগর চৌধুরী, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহমান তুহিন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্থফা সরোয়ার,ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক, নিরব হোসেন। আরো উপস্থিত ছিলেন সাস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম, স্বাস্থ্য বিষায়ক সম্পাদক এইচ এম এরশাদ, সহ- স্বাস্থ্য বিষায়ক সম্পাদক, গোলাম মাহামুদ শাওন।
সভার সভাপতিত্ব করেন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাগর চৌধুরী। এসময় আলী আজম মুকুলের হাতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির তালিকা অনুষ্ঠানিক ভাবে তুলে দেয়া হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি দ্বীন ইসলাম রুবেল সহ আরো অনেক সাংবাদিক নেতারা।
সভা শেষে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুর রহমান তুহিন বলেন, আমরা আমাদের কথাগুলো এমপি আলী আজম মুকুলের কাছে বলতে পেরেছি। এমপি মহদয় আমাদের সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
ভোলা জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী বলেন, অনলাইন গনমাধ্যমের সকল সদস্যদের নিয়ে সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জল করতে আমরা বদ্ধ পরিকর।