৩০ শয্যা হাসপাতালের জন্য আধুনিক এম্বুলেন্সের চাবি সিভিল সার্জনের হাতে তুলে দেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ ও আলী আজম মুকুল এমপি।
ভোলা ( খায়ের হাট ) থেকে সাগর চৌধুরীঃ সাধারন মানুষের চিকিৎসা সেবার কথা চিন্তা করে, দারিদ্র ও অসহয় মানুষের সেবা করার লক্ষে, বানিজ্য মন্ত্রী তোফায়েল আহাম্মেদের প্রচেষ্ঠায় খায়ের হাট হাসপাতাল স্থাপন করা হয়। খায়ের হাট হাসপাতাল নির্মানের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তোফায়েল আহাম্মেদ।
আজ দুপুরে খায়ের হাট ৩০ শয্যা হাসপাতালের জন্য আধুনিক এম্বুলেন্সের চাবি, ভোলা জেলার সিভিল সার্জনের হাতে তুলে দেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন ও দৌলতখানের এমপি আলী আজম মুকুল ও স্থানীয় আওয়ামীলিগের ভিবিন্ন স্তরের নেতারা।
আরো উপস্থিত ছিলেন, সরকারী ভিবিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
তবে বানিজ্য মন্ত্রীর এম্বুলেন্সের চাবি হস্তান্তরের খবর ছড়িয়ে পড়লে এলাকার লোকজন মন্ত্রীর প্রসংশা করে এবং তারা মন্ত্রীর জন্য দোয়া করে।