বোরহানউদ্দিনে মিথ্যা ভিডিও এবং মনগড়া সংবাদপরিবেশনের প্রতিবাদে – সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টঃ আজ শনিবার (৮ মার্চ ২০২৫) জায়গা জমি নিয়া পূর্ব শত্রুতার জের ধরে সোস্যাল মিডিয়ায় মিথ্যা ভিডিও এবং মনগড়া উদ্দেশ্য মূলক ভাবে সংবাদ পরিবেশনের প্রতিবাদে – সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী সওদাগর। তিনি আজ সকালে বোরহানউদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। নিম্মে তার বক্তব্য তুলে ধরা হলো।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম।
আমি মোহাম্মদ আলী সওদাগর, বয়স (৫৪) পিতা- মৃত: আব্দুল মতিন সওদাগর, সাং- কাচিয়া ওয়ার্ড নং-০১, ইউনিয় ৪নং কাচিয়া, ডাকঘর: বোরহানগঞ্জ, উপজেলাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা।
আজ (০৮মার্চ২০২৫) শনিবার বার ১১ ঘটিকায় বোরহানউদ্দিন প্রেস ক্লাবের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে আমার লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে সংবাদ সম্মেলন করছি যে, আমার প্রতিবেশী মজিবল গংদের সাথে আমার দীর্ঘদিন জায়গা জমি নিয়া বিরোধ চলে আসছে। মজিবল গং আমার নামে বিভিন্ন সময় ১১ টি মামলা দায়ের করেন। বর্তমানে ৭টি মামলা চলমান আছে এবং ৪টি মামলায় আমি খালাস পাই। যার কাগজ পত্র আমার কাছে আছে।
বিগত ( ৪ মার্চ ২০২৫) তারিখ রোজ মঙ্গলবার ২য় রমজান জোহর বাদ নামাজ এর সময় আমার নামে একটি মিথ্যা ও বানোয়াট নাটক সাজায়।
ভূমিদস্যু ও মামলাবাজ মজিবল হক গং, পিতা মৃত- মোঃ হামিদ, ওয়ার্ড নং: ০১, পো: বোরহানগঞ্জ, উপজেলা: বোরহানউদ্দিন, জেলা :ভোলা।
দুপুর ১:৪০ ঘটিকার সময় নিজ গায়ে পেট্রোল দিয়ে আগুন লাগায়। চিৎকার করে বলে যে, আমি ও আমার ছেলে মিহাদ তার গায়ে আগুন লাগিয়েছি। তখন পাড়া প্রতিবেশীরা দৌড়ে তার বাড়ীতে যায়।
প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
মজিবল যখন তার নিজ গায়ে আগুন লাগায় চিৎকার ও চেচামেচি করতে থাকে। তার বয়ান অনুযায়ী সেই সময় জোহার নামাজ এর সময়। ঘটনার সময় আমি ও আমার ছেলে মিহাদ (১৭) পার্শবর্তী সওদাগর বাড়ীর দরজার মসজিদে যোহর এর নামাজ আদায় করি এবং নজরুল বেপারী, মোস্তফা সওদাগর সহ আরোও স্থানীয় অনেকেই নামাজ শেষে সাথে হাদিস তালিমে যোগদান করি। সেইদিন মসজিদে (তিন) দিনের জামাত ছিলো।
জামাতীদের সাথে এবং জোহর নামাজের মুসল্লীদের সাথে বলে। বাড়ীর উদ্দেশ্যে আসার উক্ত ভূমি দস্যু ও মামলাবাজ মজিবল হকের বাসার সামনে রাস্তার উপরে কিছু মানুষ জাড়ো হয়ে আছে এবং তাদের মুখে শুনতে পাই আমি নাকি মজিবলের গায়ে পেট্রোল দিয়ে আগুন দিয়েছি।
এতে করে মসজিদের মুসল্লীরা যারা আমার সাথে নামাজ পড়ে ছিলো তারা এই মিথ্যা কথা শুনে হতবম্ব হয়ে যায়। যা আপনারা আমার এলাকায় গিয়ে খোঁজ নিলে জানতে পারবেন। ঘটনার সময় আমি কোথায় ছিলাম। বিষয়টি যে, মিথ্যা এবং বানোয়াট ও আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন ও ফাসানোর অসৎ উদ্দেশ্যে বলে আমি মনে করি।
প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
মজিবল যে, নিজের গায়ে আগুন দিয়ে আমার নামে অসৎ উদ্দেশ্যে মিথ্যা আগুন লাগানের ভিডিও রটানোর পর। তাৎক্ষনিক আমি ঘটনাস্থলের লোকজন এবং আমি ও আমার ছেলে, যে মসজিদে নামাজ ও জামায়াতের মুসল্লী দের সাথে ছিলাম তাহাদের নিয়া লোকজন নিয়ে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের কাছে এসে বিষয়টি জানাই। তিনি আমার ও এলাকাবাসী এবং মসজিদের মুসল্লিদের কথা শুনে। বোরহানউদ্দিন থানার এস,আই জসিম ও এ,এস,আই তসলিম ও এ,এস,আই কালাম কে ঘটনাস্থলে প্রেরণ করে।
পুলিশ সদস্যগণ ঘটনাস্থল পরিদর্শন কালে উক্ত মজিবল হক এর ঘরের ঘাটের নিচ থেকে বোতলে পেট্রোল উদ্ধার করে এবং উক্ত মজিবল হক ও তাহার পারিবারিক সদস্যদের কে আগুন কে লাগিয়েছে জিজ্ঞাসা করে।
মজিবল হক এর পুত্র দুলাল এর ছেলে জাহিদ পুলিশ কে জানায় যে, তার দাদা খাটের নিচে ঘটনার আগের দিন একটি বোতল এনে রাখছে। সেই বোতলটি আমি হাতে নিলে আমার দাদু কেড়ে নিয়া যায় বলে যে বোতলে ঔষধ আছে। এত করে আগুন লাগানোর ঘটনা টি একটি সাজানো নাটক। যা সহজেই প্রতিয়মান হয়।
প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
মজিবল গং এর বিরুদ্ধে তাহার কুকর্ম বলে শেষ করা যাবেনা। দুষ্ট, হটকারী, ভূমি দস্যু, মামলাবাজ, জুলুমবাজ ও দু:চরিত্রের অধিকারী মজিবল হকের কঠিন বিচার দাবী করছি। ঘটনার ৫দিন অতিবাহীত হলেও উক্ত আগুন কান্ডে মজিবল হক এখনও কোনো মামলা আমার বিরুদ্ধে দায়ের করেনি। বিষয়টি কি ঘোলা পানিতে মাছ শিকার করার মত নয় কি?
প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
আমি মোহাম্মদ আলী সওদাগর, বয়স (৫৪) পিতা- মৃত: আব্দুল মতিন সওদাগর, সাং- কাচিয়া ওয়ার্ড নং-০১, ইউনিয় ৪নং কাচিয়া, ডাকঘর: বোরহানগঞ্জ, উপজেলাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা। আপনাদের সামনে উপস্থিত হয়ে দায়িত্ব নিয়ে বলছি যে, মজিবল এর গায়ে আগুন লাগানোর ঘটনায় আমার কোন প্রকার সংশ্লিষ্টতা খুজে পাওয়া যায়। তাহলে আপনারা আমার বিচার করবেন প্রক্কাশে। আপনাদের কাছে আমার দাবী আপনারা প্রকৃত ঘটনা উদঘাটন করুন এবং জনগণের সম্মুখে তুলে ধরুন।
একটি সুন্দর সমাজ গড়তে আপনাদের পেশা দ্বারীত্বে যথাযথ হস্তক্ষেপ আবশ্যক।
প্রিয় কলমযোদ্ধা ভাইয়েরা,
আমার সংবাদ সম্মেলনটি আপনাদের স্ব স্ব পত্রিকায়, নিউজ পোর্টাল ও চ্যানেলে প্রাকাশিত করবেন বলে আমি আশাবাদী।
আপনাদের গুরুত্বপূর্ন সময় ব্যয় করে আমার আহব্বানে এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।