ভোলা সদরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

Screenshot_20250304_235715_Picsart.jpg

আহত সাংবাদিকরা হলেন দৈনিক ভোলা টাইমস–এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশ–এর সম্পাদক বিজয় বাইন হাসপাতালে।

জেলা প্রতিনিধিঃ ভোলা সদরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তাঁরা বর্তমানে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন

আজ মঙ্গলবার (৪মার্চ ২০২৫) সকালে ভোলা শহরের শীশমহল গলি–সংলগ্ন খালপাড় রোডে সাংবাদিকদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক ভোলা টাইমস–এর প্রধান সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ ওরফে রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশ–এর সম্পাদক বিজয় বাইন।

এ ঘটনায় ভোলা সদর থানায় চারজনের নাম উল্লেখসহ ২৫ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন আহত ব্যক্তিদের একজন।

আহত দুই সাংবাদিক জানান, খালপাড় সড়কের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকানা নিয়ে দুই ভাই মো. কালিমুল্লাহ ও মো. হাবিবুল্লাহর মধ্যে দ্বন্দ্ব চলছে।

কয়েক বছর ধরে চাল ব্যবসায়ী কালিমুল্লাহ ওই ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবসা করছেন। তাঁর ভাই হাবিবুল্লাহ গত সোমবার রাতে ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগান। গতকাল সকালের দিকে কালিমুল্লাহ তালা ভেঙে আবার দখল নিতে গেলে দুই ভাইয়ের পক্ষের সমর্থকেরা সংঘর্ষে লিপ্ত হন।

সংঘর্ষের খবর পেয়ে সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাহ ও বিজয় বাইন ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে গেলে তাঁদের ওপর হামলা চালান কালিমুল্লার লোকজন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জানতে চাইলে কালিমুল্লাহ বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে রাজি না।’

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ভোলা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব সহ সাংবাদিক সংগঠনগুলোর নেতারাসহ ভোলার সব সাংবাদিক।

এ ঘটনায় সাংবাদিক বিজয় বাইন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে।

কোন আসামি আটক হয়েছে? এমন প্রশ্নে কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানান, না, তবে আমরা চেষ্টা করব।

আরও সংবাদ পড়ুন।

দৈনিক ভোলা টাইমস্ এর যুগপূর্তি অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top