অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের যেন স্বীকৃতি দেওয়া হয় – সারজিস আলম

Picsart_25-01-10_23-34-23-875.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বোরহানউদ্দিন উপজেলায় দুপুরের জুমার নামাজ পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম। নামাজের পূর্বে তিনি মুসুল্লিদের সামনে বক্তব্য রাখেন।

জেলা প্রতিনিধিঃ দ্বীপ জেলা ভোলার মানুষের যথাযথ চিকিৎসা সুবিধা ও নিরবচ্ছিন্ন গ্যাস না পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, যেই ভোলায় গ্যাস উৎপাদন হয়, সেই ভোলার মানুষ কেন গ্যাস পাবে না। যেই ভোলা থেকে একজন রোগী লঞ্চ, স্পিডবোট কিংবা ফেরিতে ঢাকা পৌঁছানোর আগেই মারা যায়, সেই ভোলায় কেন একটি মেডিকেল কলেজ হবে না?

আজ শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) দুপুরে ভোলা সরকারি স্কুল সংলগ্ন ইলিশা ফোয়ারা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, ৪০ হাজার কোটি টাকা খরচ করে যদি পদ্মা সেতু হয়, ৩০-৩৫ কোটি টাকা খরচ করে পদ্মা সেতুতে সঙ্গে রেল সংযোগ হয়; দুই প্রকল্প মিলে যদি প্রায় ৭০ হাজার টাকা খরচ করা হয়, তাহলে ৫-১০ হাজার কোটি টাকা খরচ করে কেন বরিশাল-ভোলায় একটি সংযোগ সেতু হবে না, প্রশ্ন রাখেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানে ভোলার ছাত্র-জনতার অংশগ্রহণ তুলে ধরে তিনি বলেন, এই ভোলার সহযোদ্ধা ভাইয়েরা আমাদের বলেছেন, যারা জসিম ভাইসহ অসংখ্য ভাইবোনকে রক্তাক্ত করেছে; তাদের বিচারের আওতায় আনতে হবে। ওই সময়ের যে পুলিশ সুপার, তার সাথের অফিসার ও কনস্টেবলরা আমার ভাইবোনদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে; তাদের শাস্তি যেন শুধু বদলিতে শেষ না হয়। অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে তাদের যেন স্বীকৃতি দেওয়া হয়।

সারজিস আলম বলেন, আগামীর নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। অভ্যুত্থানে যে স্পিরিট সামনে রেখে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি- সেগুলো ঘোষণাপত্রে লিখিত আকারে থাকা প্রয়োজন। সেটি যেন কয়েকজনের কথায় না হয়। এর মধ্যে যেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা ও থানার প্রতিটি শ্রেণির মানুষের কথা হয়।

ছাত্রনেতা বলেন, বাংলাদেশের যে জায়গাগুলোতে এখনো দালালি ও চাঁদাবাজি হয়। হোক সেটা ইউনিফর্ম পরে অথবা সাদা পোশাকে তাদের বিরুদ্ধে সবাই সচেতন থাকবেন।

এ সময় পথসভায় বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, ভোলা জেলা সমন্বয়কদের মধ্যে ইসরাফিল হোসেন জাবির, ইসরাত জাহান আলভি সহ আরও অনেকে।

এর আগে সকালে সারজিস আলম ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা ভোলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম উদ্দিনের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহানুভূতি জানান। পরে ভোলা বাংলা স্কুল মোড় সদর রোড, সদর রোড, চকবাজার, নতুন বাজার এলাকায় ঘোষণাপত্রে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ করেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি জেলার বিভিন্ন উপজেলায়ও লিফলেট বিতরণ করেন।

আরও সংবাদ পড়ুন।

সচিবালয়ে আগুনের ঘটনা ষড়যন্ত্র: সারজিস আলম 

আরও সংবাদ পড়ুন।

মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার – ড. ইউনূস

আরও সংবাদ পড়ুন।

কারা থাকছেন অন্তর্বর্তী সরকারে ?

আরও সংবাদ পড়ুন।

ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি

আরও সংবাদ পড়ুন।

সমন্বয়কেরা কেমন অন্তর্বর্তীকালীন সরকার চায়?

আরও সংবাদ পড়ুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – অসহযোগ আন্দোলন শুরু: যেসব নির্দেশনা মানাতে হবে

আরও সংবাদ পড়ুন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন – সরকার পদত্যাগের এক দফা ঘোষণা

আরও সংবাদ পড়ুন।

আগামীকাল শনিবার বিক্ষোভ;রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক

আরও সংবাদ পড়ুন।

শুক্রবারের নতুন কর্মসূচি ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’

আরও সংবাদ পড়ুন।

জাতিসংঘ শিক্ষার্থীদের ওপর হামলা ও সহিংসতার সুষ্ঠু তদন্ত চায়

আরও সংবাদ পড়ুন।

‘মার্চ ফর জাস্টিস’কোটা আন্দোলনের বুধবারের কর্মসূচি

আরও সংবাদ পড়ুন।

সারাদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে

আরও সংবাদ পড়ুন।

কোটা সংস্কার আন্দোলনে ঢাকায় ১ জন রংপুর ১জন চট্টগ্রামে ২ জন নিহত

আরও সংবাদ পড়ুন।

ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীদের অবরোধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top