বোরহানউদ্দিনে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের ফলে এখানকার মানুষের জনস্বাস্থ্য বিঘ্ন ঘটছে। শীতের রুক্ষ আবহাওয়ায় বাতাসে বালি উড়ে মানুষের স্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করছে। কিন্তু এখানকার স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবার মান নিম্নগতি। কেউ যেন দেখার নাই। সাধারণ মানুষ কোন প্রতিকার পায় না। কার কাছে যাবে স্থানীয় মানুষ ?
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে তেতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে।
বোরহানউদ্দিনের তেতুলিয়া নদী থেকে বালু উত্তোলন অবৈধ। অবৈধ বালু উত্তোলন করলে জেল ও জরিমানা উভয় বিধান রয়েছে। কিন্তু প্রতিদিন দিনে ও রাতে বালু খেকোরা অবৈধ বালু ব্যাবসায়ীরা বালু উত্তোলন করছেই।
বোরহানউদ্দিন পৌরবাজার, শান্তির হাট, লঞ্চঘাট, রানীগঞ্জ বাজার সহ প্রায় সব বাজারেরই দিনেও রাতে অবৈধ বালু পরিবহনের ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। অবৈধ বালু অবৈধভাবে বালু পরিবহন করছে অবৈধ গাড়িতে। কারণ, সরকার এই গাড়িগুলো পরিবহনের কাজে ব্যবহারের অনুমতি দেয় নি।
ছোট ছোট বাচ্চারা স্কুলে আসা যাওয়ার পথে বায়ুর সাথে মিশে ফুসফুস ক্ষতিসাধন করছে, আবার সেই বালু বাতাসে উড়ে মানুষের চোখে মুখে পড়ছে, মানুষ দৃষ্টিশক্তি হারাচ্ছে। সাধারণ জনগনের স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। কিন্তু যে সব প্রতিষ্ঠানের এই সব বিষয়ে দেখভাল করার কথা তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে।
এসব অবৈধ গাড়ির কোন বৈধকাগজপত্র নেই,এরা সরকারের শুল্ক ও কর দেয়না। এই অবৈধ গাড়ির ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স নেই। অথচ জেলা প্রশাসক, uno অফিস, এসি ল্যান্ড অফিসের সামনে দিয়েই এই অবৈধ গাড়িগুলো চলাচল করে অবৈধভাবে বালু পরিবহন করে।
অন্যদিকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে যদু, মধু। বোরহানউদ্দিনের নামী বাড়ী, দামী রাজনৈতিক এবং ইসলামের নামে মুখসধারী চিটার ও বাটপার গুলো এসব অবৈধ বালু উত্তোলন ও পরিবহন করছে।
মুখে ও মাথায় ধর্মের লেবাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। স্থানীয় মানুষের শত শত অভিযোগ থাকা সত্বেও কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না।
সবাই যেন ম্যানেজ হয়ে বসে আছে। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন দুটি কাজই দন্ডনীয় অপরাধ। জেল ও জরিমানার বিধান রয়েছে সরকারের আইনে। কিন্তু সেই সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করছে।
বোরহানউদ্দিন উপজেলায় প্রতিদিন কোটি কোটি ফুট অবৈধ বালু, অবৈধভাবে পরিবহন করা হয়। কিন্তু পরিতাপের বিষয় এই বিষয়ে দীর্ঘদিন চললেও আইনগত পদক্ষেপ কেউ নিচ্ছেন না।
হতাশ বোরহানউদ্দিন উপজেলার মানুষ।