প্রজ্ঞাপণ
ঘুম থেকে জেগেই দেখি এক
নতুন প্রজ্ঞাপণ
লাইক কমেন্ট করা যাবে না কিছুই
হবো হারানোর বিজ্ঞাপন!
ভয়ে ভয়ে উঠি
ভয়ে ভয়ে চলি
ভয়ে ভয়ে বলি কথা
তবুও খাই ঝাড়ি
চোখ বোঝে যায় ব্যথা
নোটিশ করে মুখ দেয় বেঁধে
বিজ্ঞপ্তিতে কলম নেয় কেড়ে
সত্য যায় না বলা
দাসত্বের হবে কবে যে মুক্তি
সন্তু লারমার সাথে হয় চুক্তি
চুক্তিতেও মিলে না মুক্তি
হিংসার আগুন জ্বলে
মন জ্বলে যায় বুক পুড়ে যায়
স্বপ্ন ঝরে যায় পলে
মানুষের মুখ যেন এক
পচা ডাস্টবিন
উঠতে বসতে পিঞ্চ করে যায়
যুদ্ধ সারাদিন!
তবু আছি বেঁচে নীলাকাশ ছুঁয়ে
রক্তে ভেজা দেশ
তারুণ্যের নদীতে জেগেছে জোয়ার
ভাসবে সকল দ্বেষ!
হিংসার আগুনে যাক পুড়ে সব
প্রাচীনকালের ঝঞ্জাল
তরুণ অরুণ হবে বরুণ
ধবসে যাক সব কঙ্কাল!
ভাঙাপাঁজর আর পায়ে যে শেকল
আছি বেঁচে মরে
গ্যাংরিন হয় বুকের ভেতর
শব্দ রাখি ধরে
একবার যদি পারতাম ছিঁড়তে
প্রজ্ঞাপণের শিকল
চোখের পলকে ঝলকে ঝলকে
নক্ষত্র হতাম মিরাকল…
ঝাড়ির সাথে দিতাম আড়ি
হাসতাম খুলে প্রাণ
সকলে মিলে নকশীকাঁথায়
বাঁধতাম নতুন গান!
গানে গানে আর সুরে সুরে
নেচে গেয়ে কেটে যেতো যে দিন
বুকের মাঝে বাজতো ঝুমুর
বাড়তো না তো ঋণ!
কে শোনে আর আর কে বোঝে বলো
কে দেয় বাড়িয়ে হাত
ভালোবাসা নেই কোথাও
সব হয়ে যায় বেহাত!
শাহানা সিরাজী
কবি,প্রাবন্ধিক ও কথা সাহিত্যিক।