ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

Picsart_24-06-08_10-28-57-715.jpg

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

ক্রিড়া প্রতিবেদকঃ অস্ট্রেলিয়ার পর ভারতের কাছে হেরে যাওয়ায় টি-টোয়েন্টি বিশ্ব কাপের সুপার এইট থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে বাংলাাদেশ। আজ সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরেছে টাইগাররা।

আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার কাছে আফগানিস্তান হারলেই, বিশ্ব কাপের সুপার এইট থেকে বিদায় নিশ্চিত হয়ে যাবে   বাংলাদেশের। আর যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান জয় পায়, তাহলে বিশ্ব কাপে টিকে থাকবে বাংলাদেশ। তখন শেষ ম্যাচে অনেক সমীকরণের সামনে পড়বে টাইগাররা। টানা দুই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো ভারত।

এ ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান করে ভারত। জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করতে সক্ষম হয়  বাংলাদেশ।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট হাতে নেমে ৩ ওভারে ২৯ রান তুলে ভারতকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি।

চতুর্থ ওভারে দ্বিতীয়বারের মত বোলিংয়ে এসে ভারতের উদ্বোধনী জুটি ভাঙ্গেন সাকিব। ছক্কা মারতে গিয়ে মিড অফে জাকের আলিকে ক্যাচ দেন ৩টি চার ও ১টি ছক্কায় ১১ বলে ২৩ রান করা রোহিত। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
দলীয় ৩৯ রানে রোহিত ফেরার ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন কোহলি ও ঋসভ পান্থ। ৮ ওভারে দলের রান ৭১এ নেন দু’জনে।
নবম ওভারে বাংলাদেশকে ডাবল উইকেটে মাতান পেসার তানজিম হাসান। প্রথম বলে কোহলিকে বোল্ড করেন তিনি। ১টি চার ও ৩টি ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন অফ ফর্মে থাকা কোহলি।কোহলির বিদায়ে ক্রিজে এসেই প্রথম বলে ছক্কা মারেন সূর্যকুমার যাদব। তবে পরের বলে আউটসাইড-এজে উইকেটের পেছনে ক্যাচ দেন সূর্য।

৭৭ রানে ৩ উইকেট পতনের পর বাংলাদেশের বোলারদের উপর চড়াও হন পান্থ। মুস্তাফিজের এক ওভারে ১৪ ও রিশাদকে ১টি করে চার-ছক্কা মারেন তিনি। কিন্তু ১২তম ওভারে রিশাদের বলে রিভার্স সুইপ করে শর্ট থার্ডে ক্যাচ দেন পান্থ। আউট হওয়ার আগে ৪টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৩৬ রান করেন তিনি।

দলীয় ১০৪ রানে পান্থ ফেরার পর ভারতকে বড় সংগ্রহের পথ তৈরি করে দেন শিবম দুবে ও হার্ডিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে ৩৪ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা। ৩টি ছক্কায় ২৪ বলে ৩৪ রান করা দুবে আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে ভারতকে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ এনে দেন পান্ডিয়া। ইনিংসের শেষ বলে চার মেরে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারে চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পান্ডিয়া। ৪টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন  পান্ডিয়া। বাংলাদেশের তানজিম ৩২ রানে ও রিশাদ ৪৩ রানে ২টি করে উইকেট নেন। ৩৭ রানে ১ উইকেট নিয়েছেন সাকিব।

১৯৭ রানের টার্গেটে সাবধানে শুরু করে ৪ ওভারে ২৭ রান তুলে বাংলাদেশ। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে পুল করে ছক্কা মারেন লিটন দাস। পরের ডেলিভারিতে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হন ১টি করে চার-ছক্কায় ১০ বলে ১৩ রান করা লিটন। দলীয় ৩৫ রানে ভাঙ্গে বাংলাদেশের উদ্বোধনী জুটি। আগের চার ম্যাচে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে রান উঠেছিলো- ১,৯,৩,০ ও ০।
লিটনকে হারিয়ে পাওয়ার প্লেতে ৪২ রান পায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ওপেনার তানজিদ হাসানকে নিয়ে ৩১ বলে ৩১ রানের জুটি গড়েন অধিনায়ক শান্ত। দশম ওভারে তানজিদকে লেগ বিফোর আউটে জুটি ভাঙ্গেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। একবার জীবন পেয়ে ৩১ বলে ৪টি চারে ২৯ রান করেন তানজিদ।

নিজের পরের ওভারে আবারও বাংলাদেশ শিবিরে আঘাত হানেন কুলদীপ। ৪ রান করে লেগ বিফোর আউট হন তাওহিদ হৃদয়।

হৃদয়ের বিদায়ের পর ক্রিজে এসে ১টি করে চার-ছক্কায় ভালো কিছুর ইঙ্গিত দেন সাকিব। কিন্তু কুলদীপের বলে আবারও উড়িয়ে মারতে গিয়ে কভারে রোহিতকে ক্যাচ দিয়ে ১১ রানে থামেন সাকিব।

সাকিবের পর দলের রান ১শ পার করে দিয়ে বুমরাহর প্রথম শিকার হয়ে সাজঘরে ফিরেন শান্ত। ১টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৪০ রান করেন তিনি। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪৩ ইনিংসে এই প্রথম এক ইনিংসে ৩টি ছক্কা মারলেন শান্ত।

শান্তর পর ১ রানে আউট হন জাকের আলি। এতে ১১০ রানে ৬ উইকেট পতনে হারের মুখে ছিটকে পড়ে বাংলাদেশ। ৪ উইকেট হাতে নিয়ে শেষ ২৩ বলে ৮৭ রান দরকার পড়ে বাংলাদেশের। ঐসময় আস্কিং রেট ২২ ছুঁয়ে ফেলে।

শেষদিকে রিশাদের ব্যাটিং ঝড়ের পরও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৪৬ রান করে হারের লজ্জা পায় টাইগাররা। ১টি চার ও ৩টি ছক্কায় ১০ বলে ২৪ রান করেন রিশাদ। ভারতের কুলদীপ ৩ উইকেট নেন।
ব্যাট হাতে ২৭ বলে অপরাজিত ৫০ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন ভারতের হার্ডিক পান্ডিয়া।
 
আগামী ২৫ জুন সুপার এইটে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারত ইনিংস :
রোহিত শর্মা ক জাকের ব সাকিব ২৩
বিরাট কোহলি ব তানজিম ৩৭
পান্থ ক তানজিম ব রিশাদ ৩৬
সূর্যকুমার ক লিটন ব তানজিম ৬
শিবম দুবে ব রিশাদ ৩৪
পান্ডিয়া অপরাজিত ৫০
প্যাটেল অপরাজিত ৩
অতিরিক্ত (নো-১, ও-৬) ৭
মোট (২০ ওভার) ১৯৬/৫
উইকেট পতন : ১-৩৯ (রোহিত), ২-৭১ (কোহলি), ৩-৭৭ (সূর্যকুমার), ৪-১০৮ (পান্থ), ৫-১৬১ (দুবে)।
বাংলাদেশ বোলিং :
মাহেদি : ৪-০-২৮-০,
সাকিব : ৩-০-৩৭-১ (ও-১),
তানজিম : ৪-০-৩২-২ (ও-১),
মুস্তাফিজুর : ৪-০-৪৮-০ (ও-১, নো-১),
রিশাদ : ৩-০-৪৩-২ (ও-২),
মাহমুদুল্লাহ : ২-০-৮-০ (ও-১)।
বাংলাদেশ ইনিংস :
লিটন দাস ক সূর্যকুমার ব পান্ডিয়া ১৩
তানজিদ হাসান এলবিডব্লু ব কুলদীপ ২৯
নাজমুল হোসেন ক আর্শদীপ ব বুমরাহ ৪০
তাওহিদ হৃদয় এলবিডব্লু ব কুলদীপ ৪
সাকিব আল হাসান ক রোহিত ব কুলদীপ ১১
মাহমুদুল্লাহ ক প্যাটেল ব আর্শদীপ ১৩
জাকের আলী ক কোহলি ব আর্শদীপ ১
রিশাদ হোসেন ক রোহিত ব বুমরাহ ২৪
মাহেদি অপরাজিত ৫
তানজিম অপরাজিত ১
অতিরিক্ত (লে বা-২, ও-৩) ৫
মোট (২০ ওভার) ১৪৬/৮     
উইকেটের পতন : ১-৩৫ (লিটন), ২-৬৬ (তানজিদ), ৩-৭৬ (হৃদয়), ৪-৯৮ (সাকিব), ৫-১০৯ (নাজমুল), ৬-১১০ (জাকের), ৭-১৩৮ (রিশাদ), ৮-১৪৫ (মাহমুদুল্লাহ)।

ভারত বোলিং :
আর্শদীপ : ৪-০-৩০-২ (ও-১),
বুমরাহ : ৪-০-১৩-২
প্যাটেল : ২-০-২৬-০,
পান্ডিয়া : ৩-০-৩২-১ (ও-২),
জাদেজা : ৩-০-২৪-০,
কুলদীপ : ৪-০-১৯-৩।
ফল : ভারত ৫০ রানে জয়ী।

আরও সংবাদ পড়ুন।

বাংলাদেশ হেরেছে অস্ট্রেলিয়ার কাছে

আরও সংবাদ পড়ুন।

দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ

আরও সংবাদ পড়ুন।

দেশীয় খেলাকে সমান সুযোগ দিন – প্রধানমন্ত্রী

আরও সংবাদ পড়ুন।

খেলাধুলায় সাফল্য অর্জনে আরো প্রতিযোগিতা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আরও সংবাদ পড়ুন।

ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থান করছে বাংলাদেশ – অভিনন্দন

আরও সংবাদ পড়ুন।

এবারে বাড়লো জাতীয় লিগের ক্রিকেটারদের ম্যাচ ফি

আরও সংবাদ পড়ুন।

পাপন বিসিবিতে অপেক্ষায়! গুলশানে ক্রিকেটাররা!

আরও সংবাদ পড়ুন।

ক্রিকেটাররা ১১ দফা দাবিতে ধর্মঘটের ডাক দিলেন

আরও সংবাদ পড়ুন।

বিশ্বকাপের মূলপর্বে নারী ক্রিকেটাররা।

আরও সংবাদ পড়ুন।

ক্রিকেটে ১৪তম অধিনায়ক হিসাবে তামিমের অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top