কপিরাইট সনদ পেলো বাংলা পোর্টাল

Picsart_24-01-10_16-06-04-040.jpg

গণমাধ্যম প্রতিনিধিঃ বিশ্বজুড়ে বাংলা খবর শ্লোগান নিয়ে ভিন্নমাত্রার অনলাইন সংবাদ মাধ্যম ”বাংলা পোর্টাল’ www.banglaportalnews.com সরকারের কপিরাইট অধিদপ্তর থেকে অনুমোদন লাভ করেছে। ১৯ ডিসেম্বর ২০২৩ তারিখে মন্ত্রণালয়ের অধীনে প্রাপ্ত কপিরাইট নম্বর CRW 29433 সম্পন্ন হয়। মন্ত্রণালয়ের সচিব স্বাক্ষরিত এ সনদ ১০ জানুুয়ারি হস্তান্তর করা হয়।

বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সম্পাদনায় সামাজিক দায়বদ্ধতা নিয়ে ২০২৩ সাল থেকে পত্রিকাটির প্রকাশ শুরু করেন। ইতিমধ্যে দেশ-বিদেশে এবং অধিকাংশ জেলা-উপজেলায় প্রতিনিধি নিয়োগের মাধ্যমে পত্রিকাটির প্রকাশনা চালু রয়েছে।

বাংলা পোর্টালের সিইও ড. তাওহীদ হাসান জানান, অনলাইন নিউজ মিডিয়ায় ব্যতিক্রমী কিছু করার প্রত্যয় নিয়ে কাজ করছি আমরা। বস্তুনিষ্ঠতা আমাদের একমাত্র পুুুঁজি। আজকের এই শুভক্ষণে সারাদেশের পাঠক, সকল সাংবাদকর্মী, আমাদের প্রতিনিধি, বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

আরও সংবাদ পড়ুন।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

আরও সংবাদ পড়ুন।

মুক্ত গণমাধ্যম সূচক ২০২২ – শেষ ২০-এ বাংলাদেশ

আরও সংবাদ পড়ুন।

জাতীয় প্রেসক্লাবের সামনে গণমাধ্যম কর্মিদের মানববন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top