দৌলতখানে মাইক্রোবাসে অগ্নিসংযোগ

Picsart_23-12-07_14-01-23-287.jpg

দৌলতখানে মাইক্রোবাসে অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধিঃ ভোলা জেলার দৌলতখান উপজেলায় মাইক্রোবাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৬ নভেম্বর ২০২৩) মধ্যরাতে দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জায়গায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গাড়িটি ওই ওয়ার্ডের রাশেদুল ইসলামের।

গাড়ির মালিক রাশেদুল ইসলাম জানান, গত তিনদিন আগে বাড়ির সামনের একটি ব্রিজের ওপর মাইক্রোটি পার্কিং করে রাখি। বুধবার মধ্যরাতে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দেয়৷

তিনি আরও জানান, স্থানীয় একটি গ্রুপের সঙ্গে তার জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। তিনি ধারণা করছেন, ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা গাড়িটিতে আগুন দিতে পারে। তিনি এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিবেন।

দৌলতখান থানার ওসি সত্যরঞ্জন রায় জানান, গাড়িটির মালিক দাবি করছে তার সঙ্গে যাদের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে তারাই গাড়িটিতে আগুন দিতে পারে। আমাদেরও তা মনে হচ্ছে। এরপরও এটি পূর্ব কোনো শত্রুতার জেরে হয়েছে কি না বা রাজনৈতিক কোনো নাশকতা আছে কি না তা আমরা তদন্ত করে দেখব। গাড়িটির মালিককে থানায় আসতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও সংবাদ পড়ুন।

দৌলতখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মহিন আহমেদ এবং সাধারন সম্পাদক মেহেদী হাসান শরীফ।

আরও সংবাদ পড়ুন।

দৌলতখান উপজেলায় মেদুয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন

আরও সংবাদ পড়ুন।

দৌলতখানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল এমপি মনোনয়ন পত্র জমা দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top