উপ কর কমিশনার এ.কে. এম শামশুল আলম
সাগর চৌধুরীঃ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা ভোলার নতুন উপ কর কমিশনার হিসাবে নিয়োগ পেয়েছেন এ.কে. এম শামশুল আলম। জাতীয় রাজস্ব আহরন করার ক্ষেত্রে দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসাবে উপ কর কমিশনার এ.কে. এম শামশুল আলমের সুনাম রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এ.কে. এম শামশুল আলম ১৯৯৬ সালে কর পরিদর্শক হিসাবে নিয়োগ লাভ করেন।
সর্বশেষ তিনি পটুয়াখালী জেলায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এবং সর্বশেষ ভোলা জেলায় যোগদান করেছেন।
ব্যাক্তি জীবনে উপ কর কমিশনার এ.কে. এম শাসশুর আলম বিবাহিত। দুই মেয়ে এক ছেলের জনক। এ.কে. এম শাসশুর আলমের গ্রামের বাড়ী চট্টগ্রাম জেলায়।
উপ কর কমিশনার এ.কে. এম শাসশুর আলমের পূর্বে, ভোলা জেলায় উপ কর কমিশনার হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন, উপ কর কমিশনার আবদুল মজিদ।