বোরহানউদ্দিনের টবগী রাস্তামাথায় অপরিপক্ক ও ক্যামিকেল যুক্ত আম বিক্রি; জনস্বাস্থ্য হুমকির মুখে

Picsart_23-06-03_15-28-46-423.jpg

বোরহানউদ্দিনের টবগী রাস্তামাথায় অপরিপক্ক ও ক্যামিকেল যুক্ত আম বিক্রি;জনস্বাস্থ্য হুমকির মুখে

সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী রাস্তামাথায় অপরিপক্ক ও ক্যামিকেল যুক্ত আম বিক্রি করছে জুলহাস। যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। ডাক্তার বলছেন, ক্যামিকেল যুক্ত আম খেলে মানবদেহের মারাত্মক ক্ষতি হবে এমনকি মানুষের শরিরের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ অকেজো হয়ে পড়বে।

সম্প্রতি ঝড়ে পড়া রাজশাহী থেকে আনা অপরিপক্ক, ক্যামিকেল দিয়ে পাকানো আম বিক্রি করছেন, এখানকার অসাধু ব্যবসায়ী জুলহাস। বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ। যা স্থানীয়দের জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ইতোমধ্যে স্থানীয়রা, অভিযোগ করেছেন গণমাধ্যমে।

টবগী ইউনিয়নের রাস্তার মাথার স্থানীয়রা অভিযোগ করেন, এই অপরিপক্ক আম খেয়ে মানুষ নানা রকম পেটের পীড়া সহ নানা রোগে ভূগছে। তাছাড়া ক্যামিকেল দিয়ে পাকানো আম জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। যা মানবদেহের বিভিন্ন অঙ্গ প্রতঙ্গ নষ্ট করে। কিন্তু জনসম্মুখে ভদ্রতার মুখোশ পরে অতিলাভের আশায় আম বিক্রি করছে টবগী রাস্তার মাথার জুলহাস।

বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এই বিষয়ে কঠোর ও কঠিন পদক্ষেপ নিতে পারেন। কিন্তু বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন এই বিষয়ে কোন পদক্ষেপ নিচ্ছে না। যা জনমনে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা যায়।

বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে মাইক বাজিয়ে চার কেজি আম বিক্রি করছে একশো টাকায় বা তারো বেশি। যা এখানকার স্থানীয় মানুষ গণমাধ্যমে অভিযোগ করছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এতকম দামে আম বিক্রী করছে কিভাবে?

রাজশাহী বিভাগ সহ দেশের বিভিন্নপ্রান্তে গত তিন চার দিন আগে ঝড়বৃষ্টি হয়। ঝড়বৃষ্টিতে আম ঝরে পড়ে। সেই অপরিপক্ক এবং ক্যামিকেল দিয়ে পাকানো আম গাড়িতে পরিবহন করে বেরহানউদ্দিনে আনা হয়।

গতকয়েক দিনের ঝড়ে পরা অপরিপক্ক আম মন ১০ টাকা, বা ২০ টাকা মন কিনে ভোলায় আনা হয়, সেই আম ভোলা জেলার বোরহানউদ্দিনের বিভিন্ন বাজারে ও গ্রামে গ্রামে বিক্রি করে মাইক বাজিয়ে। মাইকের শব্দ দূষন করে। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।

বিষয়টি সম্পর্কে জানতে, বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের রাস্তার মাথার আম বিক্রেতা জুলহাস এর কাছে জানতে চাইলে, তিনি উত্তেজিত হয়ে যান এবং অযাচিত অশোভন আচরন করেন। যা একজন গণমাধ্যম কর্মীর সাথে করতে পারেনা।

ভিডিও দেখুন।

স্থানীয়রা অভিযোগ করেন, জুলহাস সরকার দলীয় লোকজনের সাথে মেশেন এবং মোটা অংকের দালালীর মাধ্যমে এই অপরিপক্ক আম ও ক্যামিকেল যুক্ত আম বিক্রি করে সাধারণ জনগনের ক্ষতি সাধন করেন। যা সরকারের প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ। জনস্বার্থের বিগ্ন ঘটায় দন্ডনীয় অপরাধে অভিযুক্ত তিনি। যদিও বিষয়টি ভোলা জেলা ভোক্তা অধিকার দৃষ্টি অনুরোধ করেছেন স্থানীয়রা। অপরিপক্ক ও ক্যামিকেল যুক্ত আম খেয়ে ইতোমধ্যে একাধিক মানুষ হাসপাতালে র্ভতী হয়েছেন। পেটের পীড়া সহ নানা রকম রোগে ভুগছেন। দেশের প্রচলিত আইনে যা দন্ডনীয় অপরাধ।

সচেতন মহলের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসন তার রিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করেন না। তাহলে উজ্জ্বলের খুটির জোর কোথায়?

আরও সংবাদ পড়ুন।

জনমনে ক্ষোভ; বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ স্থাপনা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলায় টবগী ইউনিয়নে বাল্যবিবাহের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা

আরও সংবাদ পড়ুন।

বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top