ডিএনসিসি মহাখালী অঞ্চল -৩ এর কর্মকর্তা কর্মচারীদের ঘুষ দাবির অভিযোগে – দুদকের অভিযান
সাগর চৌধুরীঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মহাখালী অঞ্চল -৩ কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে নতুন ট্রেড লাইসেন্স কিংবা নবায়নের কাজে দালালের মাধ্যমে সেবা প্রদান ও ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয়, ঢাকা থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
টিম প্রথমে সেবাগ্রহীতার ছদ্মবেশে ট্রেড লাইসেন্স নবায়নের জন্য দপ্তরের নীচতলায় অবস্থিত সুপারভাইজারদের কক্ষে সেবা গ্রহণের পদ্ধতি জানতে চাইলে সে কক্ষেই অবস্থানকারী কয়েকজন দালালের সাথে এ বিষয়ে কথা বলতে বলে।
এসময় দালালরা লাইসেন্স নবায়ন কাজের জন্য নির্ধারিত ফি এর অতিরিক্ত ৬ হাজার টাকা দাবী করেন এবং নির্দিষ্ট সময়ের আগেই কাজ করে দিবেন বলে জানান।
পরবর্তীতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৩ কে দালালদের দৌরাত্ম্য ও সেবাপ্রার্থীদের ভোগান্তির বিষয়টি অবহিত করে এনফোর্সমেন্ট টিম।
টিম সার্বিকভাবে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় টিম।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ জানান, এনফোর্সমেন্ট পরিচালনাকারী টিম প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।
আরও সংবাদ পড়ুন।
আরও সংবাদ পড়ুন।