বোরহানউদ্দিনে কুতুবা ইউনিয়নে কোহিনুর বেগমের দুটি ভোটার আইডি; যা দন্ডনীয় অপরাধ
সাগর চৌধুরীঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলা কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একই ব্যাক্তির দুটি ভোটার আইডি’র সন্ধান পাওয়া গেছে। গনমাধ্যমের অনুসন্ধানে পাওয়া জাতীয় পরিচিতি তথ্য , জাতীয় পরিচয় পত্র নম্বর 9126542266, পিন নম্বর, 19630912157062712, ফরম নম্বর 1062712, ভোটার নম্বর 090401062712
ভোটার এলাকা দক্ষিণ ছোট মানিকা
নাম (বাংলা) কোহিনুর বেগম, নাম (ইংরেজী) Kahinur Begum, জন্ম তারিখ 1963-12-14, পিতার নাম ফয়জল গাজী, মাতার নাম রাবেয়া বেগম, স্বামীর নাম মোঃ মফিজুল হক, লিঙ্গ female, শিক্ষাগত যোগ্যতা ৫ম শ্রেণী
জন্মস্থান ভোলা।
বর্তমান ঠিকানা
বাসা/হোল্ডিংঃ ইউনুছ মাষ্টারের বাড়ী, গ্রাম/রাস্তাঃ দঃ ছোটমানিকা, মৌজা/মহল্লাঃ,
ইউনিয়ন/ওয়ার্ডঃ কুতুবা, পোষ্ট অফিসঃ বোরহানউদ্দিন, পোষ্ট কোডঃ 8320,
উপজেলাঃ বোরহানউদ্দীন, জেলাঃ ভোলা, অঞ্চল: বরিশাল বিভাগ: বরিশাল।
স্থায়ী ঠিকানা
বাসা/হোল্ডিংঃ ইউনুছ মাষ্টারের বাড়ী, গ্রাম/রাস্তাঃ দঃ ছোটমানিকা, মৌজা/মহল্লাঃ,
ইউনিয়ন/ওয়ার্ডঃ, পোষ্ট অফিসঃ বোরহানউদ্দিন, পোষ্ট কোডঃ 8320, উপজেলাঃ বোরহানউদ্দীন, জেলাঃ ভোলা, অঞ্চল: বরিশাল, বিভাগ: বরিশাল।
ভোলা
এই ভোটার আইডি ২০০৭ সালে হাল নাগাদ কার্যক্রমের সময়ে করা হয়েছে। কুতুবা ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা করার সময়ের। আবার একই ব্যাক্তি সামাজিক ও অর্থনৈতিক লাভবান হওয়ার জন্য আরও একটি ভোটার আইডি তৈরী করেন, যেখানে নিজ পিতা ও মাতাকে বাদ রেখে নিঃসন্তান একজন স্কুলমাস্টারকে বাবা সাজিয়ে এবং সেই স্কুল মাষ্টারের স্ত্রীকে মা বানিয়ে অনৈতিক ও আর্থীক সুবিধা ভোগ করার জন্য ভোটার আইডি তৈরী করে যা সরকারি বিধিবিধানে দন্ডনীয় অপরাধ।
জাতীয় পরিচিতি তথ্য
জাতীয় পরিচয় পত্র নম্বর 5555480366, পিন নম্বর 19630912157000006, ফরম নম্বর 33521577,
ভোটার নম্বর 090400000020
ভোটার এলাকা কুতুবা (৫ নং ওয়ার্ড অংশ)
ব্যক্তিগত তথ্য
নাম (বাংলা)কহিনুর বেগম
নাম (ইংরেজী)KHONOOR BEGUM
জন্ম তারিখ 1963-12-14
পিতার নাম ইউনুছ মাষ্টার,
মাতার নাম আনোয়ারা বেগম, স্বামী মোঃ মফিজুল হক
লিঙ্গ female
শিক্ষাগত যোগ্যতা ৩য় শ্রেণী
জন্মস্থান
বর্তমান ঠিকানা
বাসা/হোল্ডিংঃ বেপারী বাড়ি, গ্রাম/রাস্তাঃ ছোটমানিকা, মৌজা/মহল্লাঃ ছোটমানিকা,
ইউনিয়ন/ওয়ার্ডঃ কুতুবা, পোষ্ট অফিসঃ বোরহানগঞ্জ, পোষ্ট কোড: ৮৩২০,
উপজেলাঃ বোরহানউদ্দীন, জেলাঃ ভোলা, অঞ্চল: বরিশাল, বিভাগ: বরিশাল।
স্থায়ী ঠিকানা
বাসা/হোল্ডিং: বেপারী বাড়ি, গ্রাম/রাস্তাঃ ছোটমানিকা, মৌজা/মহল্লাঃ ছোটমানিকা,
ইউনিয়ন/ওয়ার্ডঃ কুতুবা, পোষ্ট অফিসঃ বোরহানগঞ্জ, পোষ্ট কোড: ৮৩২০, উপজেলাঃ বোরহানউদ্দীন, জেলাঃ ভোলা, অঞ্চল: বরিশাল, বিভাগ: বরিশাল।
এই ভোটার আইডি তৈরীর করেছে ২০১৬ সালে। “একই ব্যাক্তি’র দুই বাবা, দুই মা কি করে সম্ভব “- এমনই প্রশ্ন করেছেন স্থানীয়রা।
গণমাধ্যমের অনুসন্ধানে পাওয়া এবং স্থানীয়রা অভিযোগ করে বলেন, তিনি ইউনুছ মাষ্টার ও আনোয়ারা বেগমের ঔরসজাত সন্তান নন। তার আসল পিতার নাম ফয়জল গাজী, মাতার নাম রাবেয়া বেগম। ইউনুছ মাষ্টার ও আনোয়ারা বেগমের ঔরসজাত কোন সন্তান নেই। এটি স্থানীয় সবাই জানেন।
তবে, গণমাধ্যমের অনুসন্ধানে বেড়িয়ে আসে অর্থলোভী এক নারীর চরিত্র। ইউনুছ মাষ্টার একজন বীর মুক্তিযুদ্ধা। এই বীর মুক্তিযুদ্ধার ঔরসজাত কোন সন্তান না থাকার সুযোগে কহিনুর বেগম সেই বীর মুক্তিযুদ্ধাকে ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে বাবা – মা বানিয়ে সরকারের অর্থ আত্মসাৎ করার এক হীন যড়যন্ত্রে লিপ্ত হয়। সেই মোতাবেক তিনি ২০১৬ সালে আরও এটি ভোটার আইডি তৈরী করে। যা দিয়ে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে দাখিল করে ওয়ারিশ নামা গ্রহন করে সরকারের অর্থ আত্মসাৎ করার চেষ্টা করছেন।
বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান জোবায়েদ মিয়ার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, দুটি ভোটার আইডি করা তো অপরাধ। আমার ইউনিয়নে এমন কেউ থাকলে অবশ্যই আমি আইনগতভাবে ব্যবস্থা গ্রহন করব।
ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল হক বলেন, একই ব্যাক্তির দুটি ভোটার আইডি তৈরী করা অপরাধ। যিনি এটা করেছেন তিনি সরকারের আইন অমান্য করেছেন। অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুল বলেন।