১৪০ পুলিশ সদস্য মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন

Picsart_23-01-03_00-12-44-891.jpg

১৪০ পুলিশ সদস্য মালি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন

সাগর চৌধুরীঃ বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে আজ (১৭ ফেব্রুয়ারি ২০২৩) ঢাকা ছেড়েছেন।

পুলিশ সুপার জনাব মোঃ মহিদুল ইসলামের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর নবম রোটেশনের ৭০ জন এবং পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে Bangladesh Formed Police Unit (BANFPU)-2 এর পঞ্চম রোটেশনে ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন United Nations Multidimensional Integrated Stabilization Mission in Mali (MINUSMA)- এ দায়িত্ব পালনের লক্ষ্যে ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে Bangladesh Formed Police Unit (BANFPU)-1 এর পুলিশ সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন।
বিগত ২০১৭ সাল হতে BANFPU-2, MINUSMA, Mali মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো: রুহুল আমিন, বিপিএম এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ উইং এর কর্মকর্তাগণ তাঁদেরকে বিদায় জানান।

আরও সংবাদ পড়ুন।

কেউ শান্তি-শৃঙ্খলার বিঘ্ন ঘটালে তা আইনানুগভাবে মোকাবেলা করবে পুলিশ – আইজিপি

আরও সংবাদ পড়ুন।

“থানা হবে জনগণের সেবা প্রাপ্তির ভরসাস্থল” – আইজিপি

আরও সংবাদ পড়ুন।

বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top